Printed on Tue Sep 21 2021 5:26:38 PM

কক্সবাজারে পাহাড় ধসে ৪ শিশুসহ ৬ রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি
সারাদেশ
৬ রোহিঙ্গা
৬ রোহিঙ্গা
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৬ রোহিঙ্গা নিহত হয়েছে। ২৭ জুলাই মঙ্গলবার সকাল ১০টার দিকে বালুখালীর ১০ নম্বর ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহ আলমের স্ত্রী দিলবাহার ( ৪২) ও ছেলে শফিউল আলম (৯) এবং ইউসুফের স্ত্রী দিল বাহার (২৫) দু শিশু সন্তান আব্দুর রহমান (৩) ও আয়েশা ছিদ্দিকা (১)। এতে আহত হয়েছে শাহ আলমের দু সন্তান নূুর ফাতেমা (১৪) ও জানে আলম (৮)। তবে পানিতে মারা যাওয়া শিশুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজার ১৬ এপিবিএন সুত্রে জানা যায়, সেমবার রাত থেকে ভারি বৃষ্টিপাতে ২৭ জুলাই মঙ্গলবার আনুমানিক ১০টার দিকে বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে (এফডিএমএন ক্যাম্প-১০ এর ব্লক- জি/৩৭) পাহাড় ধসের ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার ভোর থেকে টানা বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরের ৮টি ক্যাম্পের অন্তত লক্ষাধিক বসতঘর পানির নিচে তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এসব বসতির রোহিঙ্গারা পানিবন্দি হয়ে পড়েছে।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক(এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, ‘ক্যাম্প-১০ এর সিআইসি মহোদয়কে অবগত করে পরবর্তী কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/49541
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ