Printed on Wed Mar 03 2021 6:45:42 AM

ঘরের পর এবার প্রধানমন্ত্রীর উপহার পেলো ৮শ’ প্রতিবন্ধী

ফরিদপুর প্রতিনিধি
সারাদেশ
প্রতিবন্ধী
প্রতিবন্ধী
মুজিববর্ষ উপলক্ষে মাথা গোঁজার ঠাঁই হিসেবে ঘর পাওয়ার পর এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফরিদপুরে ৮শ’ প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুদের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।

২৫ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে সমবেত এসব প্রতিবন্ধীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার। সমাজসেবা অধিদপ্তর ও এনজিসমূহের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক রায়, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এএসএম আলী আহসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মাসউদা হোসেন, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মিনাক্ষি বিশ্বাস, ফরিদপুরের সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুল হুদা, সাঈদুর রহমান, এফডিএর নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম, বিএফএফের নির্বাহী পরিচালক আনম ফজলুল হুদা সাব্বির, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুজ্জামানসহ ব্যক্তিবর্গ।

আরও পড়ুন : পাগলা শিয়ালের কামড়ে ১৩ নারী-পুরুষ হাসপাতালে

ভয়েস টিভি/ডিএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/33391
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ