Printed on Sat Oct 16 2021 3:18:29 AM

এক ওয়েব সিরিজেই ১শ কোটি পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়

বিনোদন ডেস্ক
বিনোদন
অক্ষয় কুমার
অক্ষয় কুমার
বলিউডের ব্যস্ততম সুপারস্টার অক্ষয় কুমার এবার ডিজিটাল দুনিয়া মাতাতে আসছেন। ২০১৯ সালে অক্ষয় কুমার ঘোষণা করেছিলেন যে ‘দ্য এন্ড’–এর মাধ্যমে নেট দুনিয়ায় অভিষেক হওয়ার কথা। চলতি বছর শুটিং শুরু হওয়ার কথা ছিল এই অ্যাকশন থ্রিলার–জাতীয় সিরিজটির। কিন্তু করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। বলিউডের এই সুপারস্টার নেট দুনিয়ায় পা রাখার জন্য আকাশছোঁয়া দর হাঁকিয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, ডিজিটাল দুনিয়ায় অক্ষয়ের আসার ব্যাপারে আবদার ছিল ছেলে আরভের। ছেলের আবদার রাখতেই আসার কথা ভেবেছিলেন তিনি। আরভ চেয়েছিল তার বাবা ওটিটি সিরিজ করুক। গত বছর ঘটা করে এক প্রেস ব্রিফিংয়ে অক্ষয় নেট দুনিয়ায় তাঁর অভিষেকের কথা বলেন।

বলিউডের এই জনপ্রিয় অভিনেতা ‘দ্য এন্ড’-এর জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন। এই প্রজেক্টের জন্য অক্ষয় বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি টাকা দাবি করেছেন। আর পারিশ্রমিকের এই দাবিতে সম্মতি জানিয়েছেন প্রযোজক।

প্রতি সিজিনে আটটা করে পর্বে ‘দ্য এন্ড’ তিন সিজনে মুক্তি পাবে বলে জানা গেছে। প্রথমে পরিকল্পনা ছিল, প্রতিবছর একটা করে সিজন মুক্তি পাবে। তবে এতে কোনো পরিবর্তন আনা হয়েছে কি না, তা জানা যায়নি।

লিউডের এই খিলাড়ি এক মাসে আটটা পর্বের শুটিং শেষ করে প্রজেক্টটি সম্পূর্ণ করবেন। এখানে অক্ষয়ের সঙ্গে দেখা যেতে পারে ‘বিগবস’খ্যাত শাহনাজ গিলকে। সিরিজটি মুক্তি পাবে আমাজন প্রাইমে।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/13665
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ