Printed on Thu May 19 2022 2:37:24 AM

করোনাক্রান্ত অমিতাভ রেজা ডিরেকশন দিচ্ছেন বাসা থেকে

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
অমিতাভ রেজা
অমিতাভ রেজা

চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু বন্ধ থাকেনি তার শুটিং। করোনা পজিটিভ হয়েও বাসায় বসে ভিডিওকলে তিনি একশান/কাট বলছেন। আর তার ডিরেকশনে সেটে শুটিং চলছে।


অমিতাভ রেজা জানান, ‌তিনি কোভিড পজিটিভ। হেয়ার স্পেশালিস্ট এসেছে বিদেশ থেকে। দুর্দান্ত একটা শুটের জন্য পুরো টিম তৈরি। এর মাঝেই বিপদ ঘটে গেছে।


তিনি বলেন, ‘অসুখ-বিসুখ কখনও কিছু করতে পারে নাই আমাকে। তাই নিজ ঘরে থেকে পুরো শুটিং শেষ হলো। কাজটা কিন্তু অসম্ভব যদি না আমার প্রযোজক ও সহকর্মীরা সহযোগিতা করতেন।’


তিনি জানান, একটি বিজ্ঞাপনচিত্রের কাজ ছিল এটি। যার মডেল হয়েছেন বিদ্যা সিনহা মিম। ‘আয়নাবাজি’-খ্যাত এ নির্মাতার শারীরিক অবস্থা এখন ভালো। বাসাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাকছেন তিনি।


অমিতাভ রেজা বলেন, ‘বিজ্ঞাপনচিত্র নির্মাণ খুব বিশেষ কিছু না। চাইলে যেকোনও পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া সম্ভব যদি টিমটা ভালো হয়।’


শীঘ্রই বিজ্ঞাপনটি টেলিভিশন ও অনলাইন চ্যানেলগুলোতে দেখা যাবে বলেও  জানান তিনি।


ভয়েসটিভি/আরকে
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/64396
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ