Printed on Sun Oct 24 2021 6:40:30 AM

‘আইটেম’ গানে নাচলেন লিলি চক্রবর্তী!

বিনোদন ডেস্ক
বিনোদন
লিলি
লিলি
‘লিলি ডোন্ট বি সিলি’র মিউজিক ভিডিওতে নেচে পূজার আগেই আসর মাতিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চত্রবর্তী। আনন্দবাজারকে লিলি জানান, পুরোটাই সম্ভব হয়েছে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে। গানের তালে নাচিয়েছেন জয়জিৎ, সুরকার-শিল্পী সমিধ মুখোপাধ্যায়, ঊর্বি চট্টোপাধ্যায়, এমনকি প্রযোজক এনা সাহাকেও। এই মিউজিক ভিডিওর হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রাখলেন এনার বোন সাক্ষী সাহাও। বিপরীতে নবাগত ঋদ্ধিশ চৌধুরী। জারেক এন্টারটেনমেন্ট প্রযোজিত এই গানেই গীতিকার হিসেবে আত্মপ্রকাশ জয়জিতের।

প্রবীণ এ অভিনেত্রীর বক্তব্য, ‘‘জয়জিৎ বহু দিনের চেনা। বলল, তোমার নামে গান। তুমি থাকবে না! ওর অনুরোধ ফেলতে পারিনি। ভিডিওর একেবারে শেষ অংশ আমায় দেখা যাবে। সেটে গিয়ে একটু ঘাবড়েই গিয়েছিলাম। ভয় হচ্ছিল, পারব তো? আমায় কিছু বলেওনি কী করতে হবে। নিজের মতো করে গানের তালে তালে একটু কাঁধ নাচিয়ে দিলাম। সবাই বলল, দারুণ হয়েছে।’’

মহামারিতে আক্রান্ত হওয়ার পরে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী। সম্প্রতি দেব-রুক্মিণীর সঙ্গে ‘কিশমিশ’ ছবির কাজ শেষ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। অভিনয় করছেন ‘ছুটি’ ছবিতে। লিলি ছাড়াও ছবিতে রয়েছেন বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত। নভেম্বরে পুজোর পরে শুরু করবেন নতুন ছবির কাজ।

আইটেম গানে নাচলেন। এর পর কি ওয়েব সিরিজ? হাসতে হাসতে লিলির উত্তর, ‘‘ওখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সুযোগ পায়। আমি কি পাব?’’ তবে জানালেন, ভালো গল্প বা গুরুত্বপূর্ণ চরিত্র হলে তার আপত্তি নেই।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/54971
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ