Printed on Fri Oct 15 2021 8:23:49 PM

আইনে রয়েছে জেলা সদরেই স্থাপিত হবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
শিক্ষাঙ্গনসারাদেশ
আইনে রয়েছে
আইনে রয়েছে
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতিশ্রুত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন বাঁধাগ্রস্থ করার জন্যে নানা চক্রান্ত শুরু হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠির এমন অপচেষ্টায় বিস্ময় প্রকাশ করেছেন জেলার সচেতন মহল ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদনের পর প্রাথমিক স্থান নির্ধারণ করা হয়। এরপর খসড়া আইন পাশ হয় মন্ত্রিসভায়। পরর্তীতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন চূড়ান্ত অনুমোদন দেয়া হয় সংসদে। প্রকাশিত হয় গেজেট।

আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয় চাঁদপুর সদর উপজেলায়। বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একাধিক টিমের পর্যবেক্ষণ, মতামত এবং সুপারিশের ভিত্তিতে ভৌগলিকসহ নানা কারণে তিন জেলা থেকে সহজ যোগাযোগ ব্যবস্থা থাকায় সুবিধাজনক স্থান হিসেবে সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নে খাসজমিসহ ৬২ একর প্রায় খালি জায়গায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

ভুমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণের নিয়ম অনুয়ায়ী ৫০ বিঘার বেশি জমি অধিগ্রহণ করতে হলে তা প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হয়। সে হিসেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত এলাকায় স্থাপনের জন্যে ভূমি অধিগ্রহণ এর জন্যে ফাইল অনুমোদন প্রদান করেন প্রধানমন্ত্রী নিজে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ভূমি মন্ত্রণালয় দ্রুত সময়ে জমি অধিগ্রহণের জন্যে নির্দেশনাও প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় নির্ধারিত স্থানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণে জমি অধিগ্রহণ এবং স্থাপনা নির্মাণসহ অন্যান্য কার্যক্রম চূড়ান্ত ভাবে শুরু করার উদ্যোগ নেয়র সময়ে শুরু হয়েছে অপপ্রচার আর বাঁধাগ্রস্থ করার নানা চক্রান্ত। কেউ কেউ দাবি তুলছেন হাজীগঞ্জ উপজেলায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। অথচ প্রস্তাবিত স্থানে প্রত্যাশী সংস্থার চাহিদার প্রেক্ষিতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে ভূমি মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী অনুমোদন করে। কারণ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর বিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয় হতে হবে চাঁদপুর সদর উপজেলার মধ্যে। আইনের ১৬ নং ধারার ৩-এর ১ ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে চাঁদপুর জেলার সদর উপজেলায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ঈযধহফঢ়ঁৎ ঝপরবহপব ধহফ ঞবপযহড়ষড়মু টহরাবৎংরঃু) নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে।

গত বছরের ৯ সেপ্টেম্বর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংসদে বিল পাসের প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতিশ্রুত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে সংসদে বিল পাস হয়। এর আগে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খসড়া আইনটি পাস হয় মন্ত্রিসভার বৈঠকে।
২০২১ সাল থেকে ২৫ জানুয়ারি প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক ও কম্পিউটার সেন্টারে পরিচালক অধ্যাপক ড. নাছিম আখতারকে নিয়োগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যখন একাডেমি কার্যক্রম শুরু হওয়ার সময় ঠিক সেই সময়ে স্থান পরিবর্তনের ঠুকনো অজুহাত এবং দাবি নিয়ে জেলার সচেতন মহল চরম ভাবে ক্ষুদ্ধ। বিশেষ করে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের গাছতলা এলাকায় চাঁদপুর মেডিকেল কলেজ স্থাপনের জন্যে স্থান চূড়ান্তভাবে নির্ধারণ করা হলে একটি মেডিকেল কলেজের স্থান পরিবর্তন করার নানা দাবি তোলে। এসব অপপ্রচার এবং দাবির প্রেক্ষিতে গেলো ৪ বছরে দৃশ্যমান হয়নি চাঁদপুর মেডিকেল কলেজ। বাধাগ্রস্ত হয় উন্নয়ন ।

অভিজ্ঞ মহল মনে করছে, মেডিকেল কলেজ এর ন্যায় লাল ফিতায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বন্দি করার জন্যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠি বিশ্ববিদ্যালয়ের আইনকে তোয়াক্কা না করে নানা অপপ্রচার ও চক্রান্ত শুরু করেছে এবং নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/54072
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ