আইপিএল নিলামে শাহরুখপুত্রের সঙ্গে জুহি চাওলার মেয়ে


বেঙ্গালুরুতে আয়োজিত আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্সের টেবিলে খোশমেজাজে একসঙ্গে দেখা গেছে আরিয়ান ও জাহ্নবীকে। তাদের কয়েকটি ছবি এরই মধ্যে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে ১২ ফেব্রুয়ারি শনিবার এ তথ্য প্রকাশ হয়।
কেকেআরের অন্যতম দুই কর্ণধার, এক সময়ে আলোচিত জুটি শাহরুখ খান ও জুহি চাওলা ব্যক্তিগত জীবনে একে অপরের ভালো বন্ধুও। তাদের প্রতিনিধি হিসেবেই নিলামের টেবিলে হাজির হয়েছিলেন আরিয়ান-জাহ্নবী।
মাদককাণ্ডের পর প্রথমবার জনসম্মুখে এলেন আরিয়ান; জুহি-জয় মেহতা দম্পতির সন্তান জাহ্নবীকে নিয়ে গণমাধ্যমে খুব একটা আলোচনা দেখা যায় না।
নিলামে কোন ক্রিকেটারকে কেনা হবে, কার কত দর হাঁকা হবে, তা নিয়ে দলের কর্তাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন আরিয়ান-জাহ্নবী।
নিলামের আগে সংবাদ সম্মেলনেও একসঙ্গে দেখা গেছে তাদের। জাহ্নবী ক্রিকেট খেলা দেখতে ভালোবাসেন, পড়াশোনা করেন ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। বড় হয়ে তিনি লেখক হতে চান।
এবারই প্রথম নয়, গত বারের নিলামেও কেকেআরের টেবিলে আরিয়ান-জাহ্নবীকে দেখা গিয়েছিল; সেই ছবি টুইটারে দিয়ে জুহি লিখেছিলেন, “কেকেআরের দুই প্রতিনিধিকে এক টেবিলে দেখে খুব ভালো লাগছে।”
ছেলের মাদককাণ্ডের পর পাঠান সিনেমার মধ্য দিয়ে শুটিংয়ে ফিরেছেন শাহরুখ; সবশেষ লতা মঙ্গেশকরের শেষকৃত্যে দেখা গেছে তাকে।
ভয়েসটিভি/আরকে
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে ১২ ফেব্রুয়ারি শনিবার এ তথ্য প্রকাশ হয়।
কেকেআরের অন্যতম দুই কর্ণধার, এক সময়ে আলোচিত জুটি শাহরুখ খান ও জুহি চাওলা ব্যক্তিগত জীবনে একে অপরের ভালো বন্ধুও। তাদের প্রতিনিধি হিসেবেই নিলামের টেবিলে হাজির হয়েছিলেন আরিয়ান-জাহ্নবী।
মাদককাণ্ডের পর প্রথমবার জনসম্মুখে এলেন আরিয়ান; জুহি-জয় মেহতা দম্পতির সন্তান জাহ্নবীকে নিয়ে গণমাধ্যমে খুব একটা আলোচনা দেখা যায় না।
নিলামে কোন ক্রিকেটারকে কেনা হবে, কার কত দর হাঁকা হবে, তা নিয়ে দলের কর্তাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন আরিয়ান-জাহ্নবী।
নিলামের আগে সংবাদ সম্মেলনেও একসঙ্গে দেখা গেছে তাদের। জাহ্নবী ক্রিকেট খেলা দেখতে ভালোবাসেন, পড়াশোনা করেন ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। বড় হয়ে তিনি লেখক হতে চান।
এবারই প্রথম নয়, গত বারের নিলামেও কেকেআরের টেবিলে আরিয়ান-জাহ্নবীকে দেখা গিয়েছিল; সেই ছবি টুইটারে দিয়ে জুহি লিখেছিলেন, “কেকেআরের দুই প্রতিনিধিকে এক টেবিলে দেখে খুব ভালো লাগছে।”
ছেলের মাদককাণ্ডের পর পাঠান সিনেমার মধ্য দিয়ে শুটিংয়ে ফিরেছেন শাহরুখ; সবশেষ লতা মঙ্গেশকরের শেষকৃত্যে দেখা গেছে তাকে।
ভয়েসটিভি/আরকে
সর্বশেষ সংবাদ