Printed on Wed Jan 26 2022 11:36:02 PM

আইসক্রিম কিনতে হলে নাচতে হবে এখানে!

ইন্টারন্যাশনাল ডেস্ক
বিশ্ব
আইসক্রিম
আইসক্রিম
আইসক্রিম অপছন্দ, এমন মানুষ পাওয়া কঠিন। বিশ্বজুড়েই ছেলে-বুড়ো সবার পছন্দের শীর্ষে আছে আইসক্রিম।

তবে এটি খেতে গিয়ে যদি নাচতে হয়, অনেকেই হয়তো ইতস্তত করবেন। অবশ্য তাতে পরোয়া নেই তুরস্কের এক আইসক্রিম বিক্রেতার। বরং ক্রেতাদের নাচতে ‘বাধ্য করে’ রীতিমতো তারকা বনে গেছেন ‘সিলগিন ডন্ডুরমাজে’ বা 'খ্যাপাটে আইসক্রিমওয়ালা' নামের দোকানটির মালিক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার আইসক্রিম বিক্রির বিভিন্ন ভিডিও। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে এই নাচের কৌশল অনুসরণ করে ভিডিও তৈরির জোয়ারও বইছে।

নাচের তালে আইসক্রিম বিক্রির কৌশল শিখিয়ে বিশ্বব্যাপী ঝড় তোলা এই আইসক্রিম বিক্রেতার নাম মেহমেট ডিঞ্চ। মেহমেট পেশায় আইসক্রিম বিক্রেতা হলেও তাকে নাচিয়ে আর গায়ক বললেও কোনো ভুল হবে না।

১৯৮২ সালে তুরস্কের হাটেয় প্রদেশের আন্টাকিয়াতে জন্ম মেহমেট ডিঞ্চের। শৈশবটা কোনো রকম কাটলেও দুরন্ত কৈশোরের সময়টা মোটেও সুখকর ছিল না। মাত্র ১৬ বছর বয়সে টিকে থাকার লড়াই তাকে নিয়ে যায় ইউরোপের দেশ সাইপ্রাসে। সেখানে শুরু হয় নির্মাণশ্রমিকের জীবন।

শৈশব থেকেই নাচের প্রতি ঝোঁক ছিল মেহমেটের। সাইপ্রাসে প্রবাস জীবনে কাজের ফাঁকে এক-আধটু নাচের চর্চাও চলত, ঝালিয়ে নেয়ার চেষ্টা করতেন নিজেকে। তবে মেহমেট ওই সময়ে নাচ দিয়ে কারও নজর কাড়তে ব্যর্থ হন।

সাইপ্রাসের সাত বছরের প্রবাস জীবন শেষে, যেটুকু সঞ্চয় তা নিয়ে ফেরেন তুরস্কের নিজ শহরে। এরপর আন্টাকিয়ার লারায় শুরু হয় আইসক্রিম বিক্রির পেশা। পর্যটনের জন্য তুরস্কের খ্যাতি বিশ্বজোড়া। আন্টাকিয়া শহরেও আছে ভ্রমণপিয়াসীদের আনাগোনা। এই সুযোগটাই নিতে চাইলেন মেহমেট।

তবে ব্যবসার শুরুটা একদমই ছিল পানসে। এমন অবস্থায় আইসক্রিম বিক্রির নতুন কৌশল নিয়ে ভাবতে শুরু করেন এই তরুণ।

তুরস্কের মোস্তফা কামাল বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ইনফরমেটিকসে পড়াশোনা করা মেহমেট বদলে ফেলেন আইসক্রিম বিক্রির ধরন। দোকানে আসা ক্রেতাদের আইসক্রিম পরিবেশনের ফাঁকে শুরু হয় নৃত্য। একপর্যায়ে ক্রেতাদেরও আমন্ত্রণ জানান নাচের অংশীদার হতে। এই নাচের ভিডিও ভাইরাল হতে শুরু করলে তারকা বনে যান মেহমেট। সেই সঙ্গে এখন দারুণ জমজমাট তার ব্যবসা।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/61332
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ