Printed on Sat Oct 16 2021 3:30:51 AM

আক্রান্ত ৮ কোটি ১৬ লাখ

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব
আক্রান্ত
আক্রান্ত
বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও প্রায় ৯ হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ৫ লাখ। এ নিয়ে বছরজুড়ে মহামারিতে মৃতের সংখ্যা ১৭ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ৮ কোটি ১৬ লাখের বেশি মানুষ।

সোমবার, ১৮শ’র মতো মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি তিন লাখ ৪৩ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ১ কোটি সাড়ে ৯৭ লাখ। দ্বিতীয় সর্বোচ্চ- পৌনে ৭শ’ প্রাণহানি ছিল জার্মানিতে। দিনে ৫শ’ মৃত্যু দেখা ব্রাজিলে, মোট প্রাণহানি ১ লাখ ৯৭ হাজারের কাছাকাছি। দৈনিক মৃত্যু ৫শ’র কাছাকাছি ছিল রাশিয়াতেও। গড়ে ৪শ’র বেশি দৈনিক মৃত্যু রেকর্ড হয়েছে ইতালি, ফ্রান্সে।

যুক্তরাজ্যে একদিনে রেকর্ড ৪১ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে করোনা; যা দেশটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ। সাড়ে ৩শ’ মৃত্যুতে মোট প্রাণহানি ৭১ হাজারের বেশি। দৈনিক মৃত্যু নিম্নমুখী হলেও ভারতে এ ভাইরাসে প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার। মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ২৩ হাজারের মতো।

ভয়েস টিভি / আইএ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/30078
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ