আগামীকাল আসছে মেট্রো রেলের ছয় বগি


আগামীকাল ৩০ মার্চ মঙ্গলবার বিদেশ থেকে মেট্রো রেলের রেলওয়ে কারের (বগি) প্রথম চালান আসছে। জাপানের কোবে বন্দর থেকে ছয়টি কোচ নিয়ে ছেড়ে আসা বিদেশি জাহাজ এমভি এসপিএম ব্যাংকক এখন মোংলা বন্দরের প্রবেশের অপেক্ষায় রয়েছে।
বিদেশি ওই জাহাজটি মেট্রোরেলের অত্যাধুনিক ও মূল্যবান এ মালামাল নিয়ে মোংলা বন্দরের জেটিতে ভিড়বে। বন্দরের ৯ নম্বর ইয়ার্ডে খালাস হবে আমদানিকৃত এই রেলওয়ে কার।
বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেলওয়ে কারগুলো জাপানের কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
২০২১-২০২২ সালের মধ্যে আরও ১৩৮টি রেলওয়ে কার মোংলা বন্দর দিয়ে আমদানি, ছাড়করণ ও পরিবহণ করা হবে বলেও জানান মো. ওহিদুজ্জামান।
ভয়েস টিভি/এমএইচ
বিদেশি ওই জাহাজটি মেট্রোরেলের অত্যাধুনিক ও মূল্যবান এ মালামাল নিয়ে মোংলা বন্দরের জেটিতে ভিড়বে। বন্দরের ৯ নম্বর ইয়ার্ডে খালাস হবে আমদানিকৃত এই রেলওয়ে কার।
বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেলওয়ে কারগুলো জাপানের কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
২০২১-২০২২ সালের মধ্যে আরও ১৩৮টি রেলওয়ে কার মোংলা বন্দর দিয়ে আমদানি, ছাড়করণ ও পরিবহণ করা হবে বলেও জানান মো. ওহিদুজ্জামান।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ