সাদা-কালো ছবি দিয়েই আগুন ধরালেন জয়া!


তাকে বলা হয় তিন প্রজন্মের ক্রাশ। বয়সের সীমারেখা ভেঙেছেন তিনি। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ওপার বাংলাতেও এখন সমান জনপ্রিয়। চলচ্চিত্রের পর্দার মতোই সামাজিক মাধ্যমে তিনি নিজের মোহনীয় লুকের ছবি দিয়ে আলোচনায় থাকেন। এবার সাদা-কালো একটি ছবি দিয়েই যেন আগুন ধরালেন তিনি।
১৬ জানুয়ারি রোববার ইনস্টাগ্রামে সাদা-কালো একটি ছবি শেয়ার করেছেন জয়া। এই ছবিতে তার পরনে স্লিভলেস স্কিনফিট গাউন দেখা গেছে। একটি চেয়ারে হাত রেখে খানিকটা ঝুঁকে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী। খোলা চুল এলিয়ে পড়েছে বাঁ কাঁধে, আর জয়া তাকিয়েছেন বাঁকা চোখে।
একদিনে ছবিটিতে ৪৫ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। হাজারো অনুসারী মন্তব্যও করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘আগুন! কেউ ফায়ার সার্ভিসে কল দাও’; আরেক অনুসারী জানতে চেয়েছেন, ‘বুড়া হবে কবে?’
১৭ জানুয়ারি সোমবার আরও কয়েকটি ছবি আপলোড করেন জয়া। সেখানেও তাকে দেখা গেলো কালো পোশাকে। এই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী জানালেন, তিনি কালো রঙে আসক্ত।
এদিকে জয়া বর্তমানে কলকাতায় রয়েছেন বলে জানা যায়। সেখানে তিনি সৌকর্য ঘোষালের পরিচালনায় ‘কালান্তর’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এ মাসের শেষ দিকে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
কয়েকদিন দেশে থেকে আবারও ছুটে যাবেন কলকাতায়। কারণ ইতোমধ্যে সেখানে আরেকটি প্রজেক্ট প্রস্তুত। সেটার নাম ‘সাদা আমি কালো আমি’। সায়ন্তন মুখার্জির পরিচালনায় এটি একটি ওয়েব সিরিজ। এখানে জয়াকে দেখা যাবে ভারতের খ্যাতিমান অভিনেতা মনোজ বাজপায়ীর সঙ্গে। থাকবেন বাংলাদেশের চঞ্চল চৌধুরীও।
ভয়েসটিভি/আরকে