Printed on Wed May 25 2022 7:00:47 PM

৪ সহকর্মীকে হত্যা করে আত্নহত্যা করলো বিএসএফ জওয়ান!

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব
আত্নহত্যা করলো
আত্নহত্যা করলো

ভারতের পাঞ্জাব প্রদেশে চার সহকর্মীকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র এক জওয়ান।


পুলিশ জানিয়েছে, ৬ মার্চ রবিবার ভোরে অমৃতসর জেলার খাসা এলাকায় এই ঘটনা ঘটেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।


অমৃতসর গ্রামীণ পুলিশের সিনিয়র সুপার (এসএসপি) দীপক হিলোরি পাঁচজন নিহতের কথা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে সহকর্মীদের হত্যা করা বিএসএফ জওয়ানও রয়েছে। অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে আরেকজন জওয়ানের চিকিৎসা চলছে।


সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সহকর্মীদের গুলিবর্ষণকারী কনস্টেবল সেতেপ্পা এসকে। তিনি নিজের ডিউটির সময় নিয়ে হতাশ ছিলেন।


রবিবার স্থানীয় সময় সকাল সোয়া দশটায় গুলির ঘটনা ঘটে। ১১টার দিকে একটি বেসরকারি হাসপাতালে আহতদের মৃত ঘোষণা করা হয়।


বিএসএফ কর্মকর্তারা একটি বিবৃতিতে বলেছেন, ‘৬ মার্চ একটি দুর্ভাগ্যজনক ঘটনায় অমৃতসরের সদর দফতরে ১৪৪ বিএন খাসাতে কনস্টেবল সাত্তেপ্পা এসকে নিজের সহকর্মীদের দিকে গুলি করেন। এতে আহত ৬ জনের মধ্যে সাত্তেপ্পাসহ ৫ জন পরে হাসপাতালে প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সত্যতা ও কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’


ভয়েসটিভি/আরকে 

যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/68661
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ