বাংলাদেশ সফররত আফগানিস্তান দলে করোনার হানা


সাদা বলের ক্রিকেটে দুই সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে দুদলের লড়াই।
মূল লড়াই শুরুর আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ সফরে আসা আফগান দলের বেশ কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন।
খবরটি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসেন।
মুঠোফোনে তিনি বলেছেন, ‘তাদের দলের কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছে। নির্দিষ্ট সংখ্যাটা আমরা জানাতে পারছি না। এটা আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানাবে। তবে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে।
তাদের পক্ষ থেকে আমাদের এমনটাই জানানো হয়েছে। ১৯ তারিখ থেকে সফরের রুটিন শুরু হবে। তাই আপাতত ব্যাপারটা আমাদের অধীনে না। তাদের অধীনে থাকায় তারা সংখ্যাটা জানাবে।’
বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে।
ম্যাচগুলো যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সবকটি ওয়ানডে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ মার্চ। আফগানিস্তান সিরিজের পরপরই আবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
মূল লড়াই শুরুর আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ সফরে আসা আফগান দলের বেশ কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন।
খবরটি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসেন।
মুঠোফোনে তিনি বলেছেন, ‘তাদের দলের কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছে। নির্দিষ্ট সংখ্যাটা আমরা জানাতে পারছি না। এটা আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানাবে। তবে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে।
তাদের পক্ষ থেকে আমাদের এমনটাই জানানো হয়েছে। ১৯ তারিখ থেকে সফরের রুটিন শুরু হবে। তাই আপাতত ব্যাপারটা আমাদের অধীনে না। তাদের অধীনে থাকায় তারা সংখ্যাটা জানাবে।’
বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে।
ম্যাচগুলো যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সবকটি ওয়ানডে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ মার্চ। আফগানিস্তান সিরিজের পরপরই আবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
সর্বশেষ সংবাদ