Printed on Wed Jul 06 2022 10:57:42 AM

ফেনী পৌরসভার প্রথম মেয়র নুরুল আফসার আর নেই

ফেনী প্রতিনিধি
সারাদেশ
আফসার
আফসার
ফেনী পৌরসভার সাবেক মেয়র, ফেনী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার আর নেই। ৩ জুলাই শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৮) বছর। তিনি ফেনীর প্রথম মেয়র। নান্দনিক শহর, প্রশস্ত রাস্তা, ড্রেনেজ সিস্টেম আধুনিকীকরণ এসব নুরুল আফছারের হাত ধরেই শুরু হয়েছিল।

আজ বাদ আসর মরহুমের নিজ বাড়ি রামপুর সওদাগর বাড়ির সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সাবেক মেয়র নুরুল আফসারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ, বিএনপি, ফেনী পৌর মেয়র।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48051
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ