Printed on Sat Jan 28 2023 7:51:47 AM

আমাকে নেমন্তন্ন করা হয়নি, ভিকি-ক্যাটরিনার বিয়ে প্রসঙ্গে কিয়ারা

বিনোদন ডেস্ক
বিনোদন
কিয়ারা
কিয়ারা
ভিকি কৌশল-ক্যাটরিনা কইফের বিয়ে নিয়ে নিশ্চুপ বলিপাড়া। কেউ মুখ কুলছেন না। কিন্তু এবার মুখ খুললেন হবু বরের সহকর্মী কিয়ারা আদভানি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারাকে জানতে চাওয়া হওয় তিনি ভিকি-ক্যাটের বিয়েতে দাওয়াত পেয়েছেন কিনা। বহুল চর্চিত এই প্রসঙ্গ এড়িয়ে যাননি নায়িকা। ‘শেরশাহ’র ডিম্পলের উত্তর, “ওদের বিয়ে হচ্ছে? এই বিষয়ে শুনেছি। কিন্তু আমাকে তো নেমন্তন্ন করেনি।” এটুকু বলেই থেমে যান কিয়ারা। এর বেশি এ বিষয়ে আর কিছুই বললেন না তিনি।

২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ভিকি এবং কিয়ারা। বন্ধুত্বের সূত্রপাত সেখান থেকেই। কিয়ারা অস্বীকার করলেও বলিউডের গুঞ্জন, ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে থাকছেন তিনি। নিমন্ত্রিত তার প্রেমিক সিদ্ধার্থ মলহোত্রও। অনুষ্ঠানে ‘শেরশাহ’ ছবির গানের সঙ্গে নাকি নাচ করবেন তারা।

৪ ডিসেম্বর শনিবারই আইনি ভাবে খাতায়-কলমে বিয়ে করেছেন ভিকি-ক্যাটরিনা। এর পর রাজস্থানের এক বিলাসবহুল প্রাসাদে ধুমধাম করে হবে বিয়ের অনুষ্ঠান। সেখানেই অতিথি হিসেবে উপস্থিত থাকবে বলিউডের একাংশ।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/60233
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ