Printed on Sat Oct 16 2021 2:36:33 AM

পাপুলসহ আরও কয়েকজন এমপির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
আরও কয়েকজন এমপির বিরুদ্ধে
আরও কয়েকজন এমপির বিরুদ্ধে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মোজাম্মেল হক খান বলেছেন, শুধু কাজী শহিদ ইসলাম পাপুল এমপি নয় আরও কয়েকজন এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

১১ নভেম্বর বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

দুদক কমিশনার বলেন, পাপুলকে প্রয়োজনে বিদেশ থেকে আনার ব্যবস্থা নেয়া হবে। বিদেশের পাপুলের কি কি সম্পদ আছে তা দেখা হবে পরবর্তী তদন্তে।

মোজাম্মেল হক খান বলেন, কয়েকজন এমপির বিরুদ্ধে অনুসন্ধান কাজ চলছে, শীঘ্রই তাদের বিরুদ্ধে মামলা করবে দুদক।

দুদক কমিশনার বলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল, তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি কাজী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে ১৪৮ কোটি টাকা লেনদেনে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তার শ্যালিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং- এই দুই অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আর বাকিদের অবৈধ সম্পদ আছে কিনা, তা জানতে নোটিশ জারি করা হয়েছে। সেটা যদি প্রমাণিত হয়, তাহলে মামলা দায়ের করা হয়।

তাদের আটক করা হবে কিনা- এমন প্রশ্নের উত্তরে মোজাম্মেল হক বলেন, তদন্ত কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন তাহলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আটক করা হবে। এমপি পাপুলের বিদেশের সম্পদের ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই বলেও জানান।

এমপি রতনসহ অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে মোজাম্মেল হক খান বলেন, আমাদের কোনো কাজ থেমে নেই। মানুষের প্রত্যাশা অনুযায়ী আইনের আওতায় আনতে আমরা কাজ করছি। আমরা দলমতের ঊর্ধ্বে কাজ করছি।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/22742
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ