আর্চারিতে ভারতকে হারিয়ে স্বর্ণ বাংলাদেশের


ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিম-মুশফিকদের জয়ের রেশ শেষ না হতেই আর্চারিতে আরো একটি আনন্দের উপলক্ষ্য এনে দিলেন রোমান সানা-নাসরিন আক্তার জুটি।
আজ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে থাইল্যান্ডে এশিয়া কাপ আর্চারি স্টেজ-১ এ ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
ভারতীয় দলকে ৫-৩ সেটে হারিয়েছে রোমান সানা-নাসরিন আক্তার জুটি। চার তীরের প্রতিযোগিতায় প্রথম তীরে ৩৪-৩৭ পয়েন্টে জিতেছিল ভারতই।পরে দ্বিতীয় তীরে দুই দলই স্কোর করে সমান ৩৭ পয়েন্ট।
তবে শেষ দুই তীরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় তীরে ৩৮-৩৫ ও চতুর্থ তীরে ৩৭-৩৬ ব্যবধানে জিতে নিশ্চিত করে স্বর্ণপদক।
ব্যক্তিগত রিকার্ভ ও পুরুষ রিকার্ভে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও মিশ্র বিভাগে স্বর্ণের স্বাদ পেয়েছেন রোমান সানা।
এদিকে রোমানের আর স্বর্ণের সম্ভাবনা না থাকলেও ত্রিমুকুট পাওয়ার সম্ভাবনা আছে আর্চার নাসরিনের।
বাংলাদেশের নারী রিকার্ভ দল ভারতের মুখোমুখি হবে স্বর্ণের লড়াইয়ে।
এরপর রয়েছে অল বাংলাদেশ ফাইনাল। যেখানে দিয়া সিদ্দিকীর প্রতিপক্ষ নাসরিন আক্তার।
এশিয়ান পর্যায়ে কোনো ফাইনালে বাংলাদেশের দুই ক্রীড়াবিদের উপস্থিতি এই প্রথম।
ফলে সেই ফাইনালে স্বর্ন বাংলাদেশেই আসছে তা এক প্রকার নিশ্চিত বলাই যায় ৷
আজ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে থাইল্যান্ডে এশিয়া কাপ আর্চারি স্টেজ-১ এ ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
ভারতীয় দলকে ৫-৩ সেটে হারিয়েছে রোমান সানা-নাসরিন আক্তার জুটি। চার তীরের প্রতিযোগিতায় প্রথম তীরে ৩৪-৩৭ পয়েন্টে জিতেছিল ভারতই।পরে দ্বিতীয় তীরে দুই দলই স্কোর করে সমান ৩৭ পয়েন্ট।
তবে শেষ দুই তীরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় তীরে ৩৮-৩৫ ও চতুর্থ তীরে ৩৭-৩৬ ব্যবধানে জিতে নিশ্চিত করে স্বর্ণপদক।
ব্যক্তিগত রিকার্ভ ও পুরুষ রিকার্ভে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও মিশ্র বিভাগে স্বর্ণের স্বাদ পেয়েছেন রোমান সানা।
এদিকে রোমানের আর স্বর্ণের সম্ভাবনা না থাকলেও ত্রিমুকুট পাওয়ার সম্ভাবনা আছে আর্চার নাসরিনের।
বাংলাদেশের নারী রিকার্ভ দল ভারতের মুখোমুখি হবে স্বর্ণের লড়াইয়ে।
এরপর রয়েছে অল বাংলাদেশ ফাইনাল। যেখানে দিয়া সিদ্দিকীর প্রতিপক্ষ নাসরিন আক্তার।
এশিয়ান পর্যায়ে কোনো ফাইনালে বাংলাদেশের দুই ক্রীড়াবিদের উপস্থিতি এই প্রথম।
ফলে সেই ফাইনালে স্বর্ন বাংলাদেশেই আসছে তা এক প্রকার নিশ্চিত বলাই যায় ৷
সর্বশেষ সংবাদ