Printed on Sun May 22 2022 2:47:23 PM

যার কারণে বলিউড থেকে হলিউডে আলিয়া (ভিডিও)

বিনোদন ডেস্ক
বিনোদনভিডিও সংবাদ
আলিয়া
আলিয়া
বর্তমান সময়ে দ্রুত আলোচিত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটে। এরপর উপহার দেয় একের পর এক হিট সিনেমা।

সর্বশেষ সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই’সিনেমা দিয়ে সাফল্যের আকাশ ছুঁয়েছেন তিনি। অনবদ্য অভিনয় দিয়ে জয় করেছেন কোটি দর্শকের মন। যার ফলে ছবিটি হাঁটছে ব্যবাসায়িক সাফল্যের নতুন রেকর্ডের পথে।

এদিকে আলিয়া ‘আরআরআর’ ছবির মাধ্যমে দক্ষিণি ছবির জগতে আসতে চলেছেন। এস এস রাজামৌলি পরিচালিত এ ছবিতে জুনিয়র এনটি আর, রাম চরণ, অজয় দেবগণ আছেন। এ ছাড়া তাঁকে ‘ব্রহ্মাস্ত্র, রকি অউর রানি কী প্রেম কাহানি, ‘জি লে জরা’ ছবিতে দেখা যাবে তাকে।

খবর পাওয়া গেল, এবার হলিউডে অভিষেক হতে চলেছে আলিয়া ভাটের। নেটফ্লিক্সের স্পাই থ্রিলার ‘হার্ট অফ স্টোন’-এ দেখা যাবে তাকে ৷ গোয়েন্দা ঘরানার এ ছবিটি পরিচালনা করবেন টম হার্পার। নেটফ্লিক্স এবং স্কাইড্যান্সের ছাতার নিচে তৈরি হতে চলেছে আলিয়ার প্রথম হলিউড ছবি।

বলিউডের প্রিয়াংকা চোপড়াও বর্তমানে হলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। এ ছাড়া ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুরের মতো ভারতীয় তারকারাও বিদেশের ছবিতে কাজ করার ডাক পেয়েছেন একাধিকবার।

ওয়ান্ডার ওম্যান খ্যাত অভিনেত্রী গল গ্যাডট ও জেমি ডোরন্যানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই বলিউড তারকা। অ্যারোনটস চলচ্চিত্র নির্মাতা টম হার্পার পরিচালনায় ‘হার্ট অফ স্টোন’র গল্পটি লিখেছেন গ্রেগ রুকা এবং অ্যালিসন শ্রোডার।

জানা গেছে, আলিয়ার সঙ্গে হলিউডের সংস্থা উইলিয়াম মরিস এনডেভার চুক্তি হয়েছে। উইলিয়াম মরিস এনডেভার হলিউডের একটি মিডিয়া হাউস, সেই সঙ্গে এটি ট্যালেন্ট এজেন্সি হিসাবেও কাজ করে। এই এজেন্সির কাজই হল প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের খুঁজে বের করা।

এই সংস্থার বদৌলতেই হলিউডে জায়গা পেয়েছেন বেন অ্যাফ্লেক, জেসিকা অ্যালবা, জেনিফার গার্নার, ক্রিশ্চিয়ান বেল, ম্যাট ডেমন সহ হলিউডের খ্যাতনামা তারকারা।

শুধু আলিয়া নয় এর আগে হলিউডের ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তি হয়েছে বলিউডে আরও কয়েকজন তারকার। 'স্লামডগ মিলিয়নিয়ার' ছবির অভিনেত্রী ফ্রিডা পিন্টোও এই সংস্থার মাধ্যমে হলিউডে বেশকিছু কাজ করেছেন।

তবে আলিয়ার চরিত্রটি কি হতে চলেছে সেই রহস্য এখনও জানাননি নির্মাতারা৷ বলিউড অভিনেত্রীর হলিউড যাত্রার খবরে তার ভক্তরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/69347
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ