Printed on Sun Oct 24 2021 6:20:10 AM

আলোচনায় চিত্রনায়িকা নুসরাতের পোশাক বদলের ভিডিও

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
চিত্রনায়িকা
চিত্রনায়িকা
নুসরাত জাহান ও যশ সমালোচনাকে একেবারেই পাত্তা দিচ্ছন না। আর এখন তো লুকোছাপার কোনও কারণই নেই। নুসরাত তো প্রকাশ্যেই স্বীকার করে নিয়েছেন, তার সন্তানের বাবা যশ! তাই প্রেমের জোয়ার এখন রোজই ফুলে ফেঁপে উঠছে!

ইনস্টাগ্রামে নুসরাত আর যশ দু’ জনে রোজই নানারকম ছবি ও ভিডিও পোস্ট করছেন। সেই পোস্টের সঙ্গে লিখছেন প্রেমের নানা কথাও। সম্প্রতি নুসরাত একটি ভিডিও পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে। যেখানে দেখা গেল গানের সুরে পোশাক বদলাচ্ছেন নুসরাত। কখনও সাদা রঙের পোশাক তো কখনও কালো রঙের পোশাক। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে, এই ভিডিও নিশ্চয়ই যশেরই তোলা।

অন্যদিকে, যশও তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবি পোস্ট করে যশ লিখেছেন, মস্তিষ্কে অনেক না বলা কথা জমা হয়েছে। নুসরাত ও যশের এই ছবি দু’টি একই জায়গায় তোলা হয়েছে। দু’টি ছবিরই ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটি সুইমিং পুল।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/54476
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ