আল্লু অর্জুনের সম্পদ দেখলে চোখ কপালে উঠবে!


‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির লাভের হিসেব দেখার পরে বোধ হয় সেই ছবির নায়কের মূল্যবান সম্পদের তালিকায় আর চমকাতে হয় না। ৩০ দিনে সেই ছবি ৩০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।এ তো গেল ছবির লভ্যাংশের কথা। জানেন কি ছবির নায়ক অল্লু অর্জুনের সম্পত্তির পরিমাণ কত?
ভারতের অন্যতম সফল অভিনেতা এমন একটিই বাংলোতে থাকেন, যার মূল্য ১০০ কোটি। হায়দরাবাদের সেই বাংলোর তিনি নাম দিয়েছেন, ‘ব্লেসিং’, অর্থাৎ আশীর্বাদ। দুই সন্তান এবং স্ত্রীর সঙ্গে সেখানেই সংসার পেতেছেন তিনি।
৭ কোটি টাকার একটি ভ্যানিটি ভ্যান রয়েছে তার। যার কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দিয়েছিলেন অল্লু। ভ্যানিটির ভিতরের ঝলক দেখে চমকে উঠেছিলেন অনুরাগীরা।
ব্যক্তিগত বিমানের মালিক অল্লু। খুব কম তেলুগু অভিনেতার কাছে ব্যক্তিগত বিমান রয়েছে। তাদের মধ্যে অন্যতম অল্লু। ইনস্টাগ্রামে সেই সব ছবিও পোস্ট করেন তিনি। পরিবারের সঙ্গে সেই বিমানে করে দেশ বিদেশে ভ্রমণ করেন নায়ক।
ভারতের অন্যতম দামি গাড়ি কিনেছেন অল্লু অর্জুন। যার দাম, ১.২ কোটি টাকা। সেই গাড়ির রং সাদা। তা ছাড়া আর একটি কালো গাড়িও রয়েছে তার গাড়িবারান্দায়। যার দাম ১.৭৪ কোটি থেকে ৩.৮৮ কোটির মধ্যে।
ভয়েস টিভি/এসএফ
ভারতের অন্যতম সফল অভিনেতা এমন একটিই বাংলোতে থাকেন, যার মূল্য ১০০ কোটি। হায়দরাবাদের সেই বাংলোর তিনি নাম দিয়েছেন, ‘ব্লেসিং’, অর্থাৎ আশীর্বাদ। দুই সন্তান এবং স্ত্রীর সঙ্গে সেখানেই সংসার পেতেছেন তিনি।
৭ কোটি টাকার একটি ভ্যানিটি ভ্যান রয়েছে তার। যার কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দিয়েছিলেন অল্লু। ভ্যানিটির ভিতরের ঝলক দেখে চমকে উঠেছিলেন অনুরাগীরা।
ব্যক্তিগত বিমানের মালিক অল্লু। খুব কম তেলুগু অভিনেতার কাছে ব্যক্তিগত বিমান রয়েছে। তাদের মধ্যে অন্যতম অল্লু। ইনস্টাগ্রামে সেই সব ছবিও পোস্ট করেন তিনি। পরিবারের সঙ্গে সেই বিমানে করে দেশ বিদেশে ভ্রমণ করেন নায়ক।
ভারতের অন্যতম দামি গাড়ি কিনেছেন অল্লু অর্জুন। যার দাম, ১.২ কোটি টাকা। সেই গাড়ির রং সাদা। তা ছাড়া আর একটি কালো গাড়িও রয়েছে তার গাড়িবারান্দায়। যার দাম ১.৭৪ কোটি থেকে ৩.৮৮ কোটির মধ্যে।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ