Printed on Thu Dec 02 2021 4:55:10 PM

আশুলিয়ায় শত বছরের বটগাছ উপড়ে অটোরিকশা বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক
সারাদেশভিডিও সংবাদ
সাভার
সাভার
সাভার : সাভারের আশুলিয়ায় প্রায় শত বছরের একটি বটগাছ উপডে পড়ে কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

২১ জুলাই মঙ্গলবার ভোরে আশুলিয়ার নরসিংহপুর-বাংলাবাজার-কাশিমপুর আঞ্চলিক সড়কের নরসিংহপুর বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকায় প্রায় শত বছরের একটি বটগাছের নিচে সিএনজি চালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড বহু দিন ধরে। বটগাছটি অনেকটা জায়গাও দখল করে ছিলো। তবে আজ ভোরে অজানা কারনে গাছটি উপরে পড়ে কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা জামাল জানান, গাছটির বয়স ১০০ বছরেরও বেশি হবে। কি কারণে এতো বিশাল আকৃতির গাছটি উপড়ে পড়েছে এটা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। তবে ৫/৬টি সিএনজি চালিত অটোরিকশার ক্ষয়ক্ষতি হয়েছে।ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/8542
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ