১৮৯ আসনে এগিয়ে মমতার তৃণমূল


পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনা আজ রোববার ভারতীয় সময় সকাল আটটা (বাংলাদেশ সময় সাড়ে আটটা) থেকে শুরু হয়েছে। ভোট গণনার প্রথম তিন ঘণ্টায় ক্ষমতাসীন তৃণমূল এগিয়ে আছে।
এখন পর্যন্ত প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে বিভিন্ন ভোটকেন্দ্রে। সেখানে তৃণমূল-বিজেপির প্রার্থীদের মধ্যে প্রচণ্ড লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট। এখনই বলা যাচ্ছে না কোন দল ক্ষমতায় আসছে বা কোন দল জিততে চলেছে বা হারছে। কারণ, প্রতিটি কেন্দ্রে কয়েক রাউন্ড ভোট গণনা হয়।
নন্দীগ্রামে সর্বশেষ খবরে জানা যাচ্ছে, মমতার থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি তৃতীয় রাউন্ডের পর এগিয়ে আছেন আট হাজারের বেশি ভোটে।
ভারতীয় সময় সকাল সাড়ে নয়টায় এবিপি আনন্দ তাদের সর্বশেষ বুলেটিনে বলেছে, তৃণমূল এগিয়ে আছে ১৮৯ টি আসনে। আর বিজেপি এগিয়ে আছে ৯৮টি আসনে। কংগ্রেস-বাম দল ও আইএসএফের গড়া সংযুক্ত মোর্চা এগিয়ে আছে ৫টি আসনে।
আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ১৬৮টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ১০৯টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৪টি আসনে।
জি ২৪ ঘণ্টার প্রতিবেদন অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত ১৪২ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি এগিয়ে ১১৬ আসনে এবং বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৪টি আসনে।
তবে সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, বেলা ১১টা পর্যন্ত ১৫২ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি এগিয়ে ১১৯ আসনে এবং বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৫টি আসনে।
বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে, আজ ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যেই।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে মমতার হ্যাটট্রিক নাকি বিজেপি?
ভয়েস টিভি/এসএফ
এখন পর্যন্ত প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে বিভিন্ন ভোটকেন্দ্রে। সেখানে তৃণমূল-বিজেপির প্রার্থীদের মধ্যে প্রচণ্ড লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট। এখনই বলা যাচ্ছে না কোন দল ক্ষমতায় আসছে বা কোন দল জিততে চলেছে বা হারছে। কারণ, প্রতিটি কেন্দ্রে কয়েক রাউন্ড ভোট গণনা হয়।
নন্দীগ্রামে সর্বশেষ খবরে জানা যাচ্ছে, মমতার থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি তৃতীয় রাউন্ডের পর এগিয়ে আছেন আট হাজারের বেশি ভোটে।
ভারতীয় সময় সকাল সাড়ে নয়টায় এবিপি আনন্দ তাদের সর্বশেষ বুলেটিনে বলেছে, তৃণমূল এগিয়ে আছে ১৮৯ টি আসনে। আর বিজেপি এগিয়ে আছে ৯৮টি আসনে। কংগ্রেস-বাম দল ও আইএসএফের গড়া সংযুক্ত মোর্চা এগিয়ে আছে ৫টি আসনে।
আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ১৬৮টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ১০৯টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৪টি আসনে।
জি ২৪ ঘণ্টার প্রতিবেদন অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত ১৪২ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি এগিয়ে ১১৬ আসনে এবং বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৪টি আসনে।
তবে সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, বেলা ১১টা পর্যন্ত ১৫২ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি এগিয়ে ১১৯ আসনে এবং বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৫টি আসনে।
বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে, আজ ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যেই।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে মমতার হ্যাটট্রিক নাকি বিজেপি?
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ