বখাটের বাধায় আসেনি বরপক্ষ, নষ্ট হলো আড়াই শ জনের খাবার


সবকিছু ঠিকঠাক। আড়াই শ বরযাত্রী নিয়ে বর আসবে। কনেও তৈরি। রান্না হয়েছিল বরযাত্রীর জন্য খাবারও। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও বরযাত্রী না আসায় যোগাযোগ করার পর জানা গেল, স্থানীয় শিপন নামে এক বখাটের কারণে তারা বিয়ে করতে আসবে না।
২২ মার্চ সোমবার ঘটনাটি ঘটেছে ফেনী পৌরসভার ১২ নং ওয়ার্ডের বারাহিপুরে। জানা গেছে, দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের লিবিয়া ফেরত প্রবাসীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল এক দিনমজুর পিতার মেয়ের সঙ্গে।
সোমবার দুপুরে সেই উপলক্ষে ধারদেনা করে বরপক্ষের আড়াই শ জন মেহমানের জন্য খাবার আয়োজন করা হয়েছিল। সব কিছু ঠিকঠাক থাকার পরেও শেষ পর্যন্ত বিয়ে পণ্ড করে দেয় বখাটে শিপন।
শিপন বিবাহিত হওয়ার পরও এ কনেকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। এনিয়ে সামাজিক পঞ্চায়েত কমিটিতে একাধিকবার বৈঠক সালিশের ব্যবস্থাও করা হয়েছিল কিন্তু এতে ফল হয়নি।
একপর্যায়ে অভিভাবকরা মেয়েটিকে বিয়ের ব্যবস্থা করেন। কিন্তু সেখানেও বিপত্তি। বখাটে শিপন মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক আছে বরকে জানায়।
বর পক্ষ এ কথায় বিশ্বাস করে কনের বাড়িতে আসেনি। এতে নষ্ট হয়ে যায় কনে পক্ষের আড়াই শ জনের খাবার।
কনের বাবা বলেন, পাড়ার বখাটের কারণে মেয়েকে বিয়ে দিতে পারছেন না।পড়ালেখা করাতে পারছেন না। তারা কোনদিকে যাবে। নষ্ট হয়ে গেল আড়াই শ জনের মেজবানি খাবার।
শেষ খবর পাওয়া পর্যন্ত কনের পরিবারের পক্ষ থেকে ফেনী মডেল থানায় বখাটের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে বখাটে শিপন পলাতক রয়েছে।
ভয়েস টিভি/এসএফ
২২ মার্চ সোমবার ঘটনাটি ঘটেছে ফেনী পৌরসভার ১২ নং ওয়ার্ডের বারাহিপুরে। জানা গেছে, দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের লিবিয়া ফেরত প্রবাসীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল এক দিনমজুর পিতার মেয়ের সঙ্গে।
সোমবার দুপুরে সেই উপলক্ষে ধারদেনা করে বরপক্ষের আড়াই শ জন মেহমানের জন্য খাবার আয়োজন করা হয়েছিল। সব কিছু ঠিকঠাক থাকার পরেও শেষ পর্যন্ত বিয়ে পণ্ড করে দেয় বখাটে শিপন।
শিপন বিবাহিত হওয়ার পরও এ কনেকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। এনিয়ে সামাজিক পঞ্চায়েত কমিটিতে একাধিকবার বৈঠক সালিশের ব্যবস্থাও করা হয়েছিল কিন্তু এতে ফল হয়নি।
একপর্যায়ে অভিভাবকরা মেয়েটিকে বিয়ের ব্যবস্থা করেন। কিন্তু সেখানেও বিপত্তি। বখাটে শিপন মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক আছে বরকে জানায়।
বর পক্ষ এ কথায় বিশ্বাস করে কনের বাড়িতে আসেনি। এতে নষ্ট হয়ে যায় কনে পক্ষের আড়াই শ জনের খাবার।
কনের বাবা বলেন, পাড়ার বখাটের কারণে মেয়েকে বিয়ে দিতে পারছেন না।পড়ালেখা করাতে পারছেন না। তারা কোনদিকে যাবে। নষ্ট হয়ে গেল আড়াই শ জনের মেজবানি খাবার।
শেষ খবর পাওয়া পর্যন্ত কনের পরিবারের পক্ষ থেকে ফেনী মডেল থানায় বখাটের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে বখাটে শিপন পলাতক রয়েছে।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ