ইউরোর সেরা একাদশে নেই ক্রিস্টিয়ানো রোনালদো


সর্বোচ্চ গোলদাতা হলেও সাফল্য পায়নি তার দল। শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় তারা। এই কারণেই ইউরো সেরা একাদশে জায়গা পাননি তিনি।
উয়েফা ঘোষিত একাদশে সবচেয়ে বেশি পাঁচজন রাখা হয়েছে চ্যাম্পিয়ন ইতালির। তাদের কাছে ফাইনাল হারা ইংল্যান্ডের তিন, ডেনমার্ক, স্পেন ও বেলজিয়াম দল থেকে আছেন একজন করে।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ইতালি গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুম্মা অনুমিতভাবেই আছেন গোলবারের দায়িত্বে। ডিফেন্ডার চারজনের সবাই খেলেছেন ফাইনালে। ইতালির দুই কাণ্ডারি লিওনার্দো বোনুচ্চি ও লিওনার্দো স্পিনাৎসোলার সঙ্গে আছেন ইংল্যান্ডের কাইল ওয়াকার ও হ্যারি ম্যাগুয়ের।
মিডফিল্ডে এবারের ইউরোর চমক ডেনমার্কের একমাত্র ফুটবলার হিসেবে আছেন পিয়ের-এমিল হইবিয়া। স্পেনের পেদ্রি ও জর্জিনিও আছেন মাঝমাঠে। আক্রমণভাগে ইতালির ফেদেরিক কিয়েসা, রোমেলো লুকাকুর সঙ্গে আছেন রহিম স্টার্লিং।
ইউরোর সেরা একাদশ-
গোলকিপার: জিয়ানলুইজি ডনারুম্মা (ইতালি)।
ডিফেন্ডার: কাইল ওয়াকার (ইংল্যান্ড), লিওনার্দো বোনুচ্চি (ইতালি), হ্যারি ম্যাগুয়ার (ইংল্যান্ড) ও লিওনার্দো স্পিনাৎসোলা (ইতালি)।
মিডফিল্ডার: পিয়ের-এমিল হইবিয়া (ডেনমার্ক), পেদ্রি (স্পেন) ও জর্জিনিও (ইতালি)।
ফরোয়ার্ড: ফেদেরিক কিয়েসা (ইতালি), রোমেলু লুকাকু (বেলজিয়াম) ও রাহিম স্টার্লিং (ইংল্যান্ড)।
ভয়েস টিভি / আইএ
সর্বশেষ সংবাদ