ইনজুরিতে মোহাম্মদ সাইফউদ্দিন


ব্যাটিংয়ে রান আউটের সময় মাথায় আঘাত পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফলে তিনি আর খেলতে পারছেন না। তার পরিবর্তে একাদশের হয়ে মাঠে নেমেছেন তাসকিন আহমেদ। আইসিসির কনকাশন সাব নিয়মের পরিপ্রেক্ষিতে এ সুযোগ পাচ্ছেন তাসকিন আহমেদ।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে সবগুলো উইকেট হারিয়ে ২৪৬ রানের সংগ্রহ করেছে বাংলাদেশ। মঙ্গলবার ২৫ মে বাংলাদেশের ইনিংসের ৪৭তম ওভারের দ্বিতীয় বলে ব্যাট করছিলেন সাইফউদ্দিন। দুশমন্থ চামিরার করা শর্ট বল সাইফউদ্দিনের হেলমেটে আঘাত করে। মাথায় আঘাত নিয়েই দলকে এক রান এনে দিতে গিয়ে রান আউট হন তিনি। ইনিংসের শেষে বিসিবির দেওয়া এক বার্তায় জানানো হয়, মাথায় আঘাত পাওয়ায় এ ম্যাচে মাঠে নামতে পারবেন না সাইফউদ্দিন।
আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার মাথায় আঘাত পেলে তার পরিবর্তে একই ধরনের একজন ক্রিকেটার মাঠে নামানো যাবে। সে নিয়ম অনুযায়ী দ্বিতীয় ওয়ানডেতে দলে জায়গা হারানো তাসকিন আহমেদ একাদশে সুযোগ পেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই বাংলাদেশের প্রথম কনকাশন সাব। এর আগে বাংলাদেশকে এ ধরনের কোনো বদলি করতে হয়নি।
ভয়েস টিভি/আইএ
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে সবগুলো উইকেট হারিয়ে ২৪৬ রানের সংগ্রহ করেছে বাংলাদেশ। মঙ্গলবার ২৫ মে বাংলাদেশের ইনিংসের ৪৭তম ওভারের দ্বিতীয় বলে ব্যাট করছিলেন সাইফউদ্দিন। দুশমন্থ চামিরার করা শর্ট বল সাইফউদ্দিনের হেলমেটে আঘাত করে। মাথায় আঘাত নিয়েই দলকে এক রান এনে দিতে গিয়ে রান আউট হন তিনি। ইনিংসের শেষে বিসিবির দেওয়া এক বার্তায় জানানো হয়, মাথায় আঘাত পাওয়ায় এ ম্যাচে মাঠে নামতে পারবেন না সাইফউদ্দিন।
আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার মাথায় আঘাত পেলে তার পরিবর্তে একই ধরনের একজন ক্রিকেটার মাঠে নামানো যাবে। সে নিয়ম অনুযায়ী দ্বিতীয় ওয়ানডেতে দলে জায়গা হারানো তাসকিন আহমেদ একাদশে সুযোগ পেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই বাংলাদেশের প্রথম কনকাশন সাব। এর আগে বাংলাদেশকে এ ধরনের কোনো বদলি করতে হয়নি।
ভয়েস টিভি/আইএ
সর্বশেষ সংবাদ