Printed on Sat Sep 25 2021 10:17:25 AM

মায়ের জানাজায় ইমামতি করলেন সমাজকল্যাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
জাতীয়
ইমামতি করলেন সমাজকল্যাণমন্ত্রী
ইমামতি করলেন সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের মা শামসুন্নাহার বেগমের (৯০) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করলেন সমাজকল্যাণমন্ত্রী।


১২ আগস্ট বৃহস্পতিবার বিকেলে মন্ত্রীর গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন সরকারি  কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।


শামসুন্নাহার বেগম (৯০) প্রয়াত মুক্তিযোদ্ধা সংগঠক ও সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন আহমেদের স্ত্রী। মৃত্যুকালে ৬ ছেলে ও ৭ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।


এর আগে ১১ আগস্ট বুধবার দুপুর ১২টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মন্ত্রীর মা।সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।


পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন শামসুন্নাহার বেগম। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ওইদিন ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।


মরদেহ সকালে গ্রামের বাড়ি পৌঁছে। বিকেলে স্থানীয় করিম উদ্দিন সরকারি  কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি মরহুমের বড় ছেলে। এরপর পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।শামসুন্নাহার বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। এছাড়াও তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রিসভার সদস্যরা।


পৃথক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।জানাজায় স্বজনরা ছাড়াও রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল হক ভূঁইয়া, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
ভয়েস টিভি/ এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/50882
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ