Printed on Tue Sep 28 2021 8:37:51 PM

ইয়াবাসহ মা-মেয়ে-ছেলে আটক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
সারাদেশ
মেয়ে
মেয়ে
দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ হাজার ১০০ ইয়াবা ও ৮৩ গ্রাম হিরোইনসহ মা, মেয়ে ও ছেলেকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। ৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার দক্ষিণবাসুদেবপুর মহল্লা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণবাসুদেবপুর মহল্লার লিয়াকত আলীর স্ত্রী চায়না বেগম (৪৫), মেয়ে শাহিনুর রহমান স্মৃতি (২৬) ও ছেলে মহাব্বত আলী (১৮)।

হাকিমপুর থানা ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, আটককৃতরা নিয়মিত মাদকের চালান এনে এলাকায় বিক্রি করতেন। এমন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও হোরোইন উদ্ধার করা হয়।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/50282
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ