ঈদে সিনেমা মুক্তি চান হল মালিকরা!


ঈদের চলচ্চিত্র মানেই যেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের রাজত্ব। এটা ছিল অনেকটা ফাঁকা মাঠে গোল দেয়ার মতো। চলচ্চিত্রপাড়ায় যে কথাটি চাউর, প্রায় এক দশক ধরে ঈদে শাকিবের চলচ্চিত্রের সঙ্গে লড়াই করার মতো কেউ ছিল না। তবে এবার ফাঁকা মাঠে রাজত্ব করার সুযোগ ছিল না ঢালিউড এই খানের।
ইতোমধ্যে শাপলা মিডিয়া প্রযোজিত শাকিব খান ও বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ সবার শীর্ষে। এই চলচ্চিত্রের ‘ভাবিনি কখনো এভাবে’ এবং ‘ওরে মাইয়া’ দুইটি গান ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। তবে এই ঈদে মুক্তির মিছিলে ছিল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর আলোচিত চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’ আর সিয়াম আহমেদের ‘শান’। এই দুই চলচ্চিত্রের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে রাজত্ব টিকিয়ে রাখার লড়াই করতে হতো শাকিব খানের ‘বিদ্রোহী’ ও ‘অন্তরাত্মা’ চলচ্চিত্রগুলো। তবে করোনা-পরিস্থিতি প্রথম বারের মতো দেশের তিন শীর্ষ নায়কের লড়াইয়ে বাধ সেধেছে।
ঈদে প্রেক্ষাগৃহে শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিদ্রোহী’ মুক্তির কথা না ভাবলেও শাপলা মিডিয়ার ‘সিনেবাজ’ অ্যাপসে মুক্তির দিকে চেয়ে আছেন দর্শকরা। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
এদিকে আসন্ন ঈদ উপলক্ষে করোনার পরিস্থিতির মধ্যেও চলচ্চিত্র ‘অন্তরাত্মা’ নির্মাণ করলেও মুক্তির সময় নানা বাহানা করতে দেখা গেছে এই প্রযোজককে। তবে শেষ পর্যন্ত মুক্তি দিবেন না বলেও ঘোষণা দেন তিনি। তবে একটি বিশ্বস্থসূত্র জানায়, ‘এ সপ্তাহে চলচ্চিত্র ঈদে মুক্তি উপলক্ষে সেন্সর পাঠানো হয়েছে। তারা হয়তো সুযোগ বুঝে চলচ্চিত্রটি মুক্তি দিতেও পারে। তবে তারা চালাকি করে চলচ্চিত্রটি মুক্তি দিলে চরম ভুল করবে বলে সূত্রটি জানান।’
সিনেমাটির প্রযোজক সোহানী হোসেন জানান, ‘তিনি ব্যবসা করার জন্য সিনেমা বানান না। সমাজ এবং মানুষের কল্যাণেই তিনি চলচ্চিত্র নির্মাণ করেন, তিনি সবার মাঝে মেসেজ পৌঁছে দিতে চান চলচ্চিত্রের মাধ্যমে।’
তিনি আরও জানান, ‘দেশের করোনা-পরিস্থিতির জন্য ঈদে সিনেমাটি আসছে না। তিনি এটাও বিশ্বাস করেন যখনই সিনেমাটি মুক্তি পাবে, তার ভক্তরা তখনই এই চলচ্চিত্রটি দেখবে বলে জানান।’
ঈদের আরেক ছবি কপ ক্রিয়েশন প্রযোজিত বহুল আলোচিত পুলিশ অ্যাকশন সাসপেন্স থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রটির প্রথম পর্ব এবারের ঈদে মুক্তি পাবে কি না, এ প্রসঙ্গে সিনেমার অন্যতম পরিচালক, প্রযোজক ও লেখক সানী সানোয়ার জানান, ‘বর্তমানে করোনা পরিস্থিতি ভহবহতা আকার ধারণ করেছে। সেক্ষেত্রে আগে বেঁচে থাকাটা জরুরী। তবে চলচ্চিত্রটি এই ঈদে মুক্তি দিচ্ছেন না বলে সাফ সাফ জানিয়ে দেন।’
ঈদের আরেক ছবি সিয়াম আহমেদ অভিনীত ‘শান’-এরও এবারের ঈদে মুক্তির সম্ভাবনা আধাআধি। চলচ্চিত্রটির হেড অব প্রজেক্ট আজাদ খান জানান, ‘ঈদের ১০ দিন আগে করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলে চলচ্চিত্রটির মুক্তি কথা ভাবছিলাম। সরকার যেহেতু আগামী ১৬ মে পর্যন্ত লক-ডাউন নির্ধারণ করেছেন সেক্ষেত্র এই ঈদে চলচ্চিত্রটি মুক্তি কথা কোনভাবেই চিন্তা করছি না। আমাদের কাছে মানুষের জীবন আগে।’
তবে এই ঈদে চলচ্চিত্রের মুক্তির পক্ষে জোরালো দাবি জানিয়েছেন হল মালিকেরা। করোনা মহামারির কারণে গত বছরের ঈদেও দেশে কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। সে কারণে এবারের ঈদে প্রেক্ষাগৃহ চালু করে ব্যবসা করতে চাইছেন মালিকেরা।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির একাধিক সাবেক ও বর্তমান এক নেতা জানিয়েছেন, ঈদের আগে সরকার বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে। সে জন্য তাঁরা চাইছেন, ঈদে নতুন চলচ্চিত্র আসুক। তাঁদের ব্যবসা সচল হোক। দুই বছর ধরে তাঁদের কোনো আয় নেই। এমন অবস্থা হলে দেশে চলচ্চিত্র প্রেক্ষাগৃহ নামে কিছু থাকবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। কারণ, বছরের দুই ঈদই দেশের চলচ্চিত্র প্রেক্ষাগৃহগুলো সচল রাখে।
ভয়েসটিভি/এএস
ইতোমধ্যে শাপলা মিডিয়া প্রযোজিত শাকিব খান ও বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ সবার শীর্ষে। এই চলচ্চিত্রের ‘ভাবিনি কখনো এভাবে’ এবং ‘ওরে মাইয়া’ দুইটি গান ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। তবে এই ঈদে মুক্তির মিছিলে ছিল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর আলোচিত চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’ আর সিয়াম আহমেদের ‘শান’। এই দুই চলচ্চিত্রের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে রাজত্ব টিকিয়ে রাখার লড়াই করতে হতো শাকিব খানের ‘বিদ্রোহী’ ও ‘অন্তরাত্মা’ চলচ্চিত্রগুলো। তবে করোনা-পরিস্থিতি প্রথম বারের মতো দেশের তিন শীর্ষ নায়কের লড়াইয়ে বাধ সেধেছে।
ঈদে প্রেক্ষাগৃহে শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিদ্রোহী’ মুক্তির কথা না ভাবলেও শাপলা মিডিয়ার ‘সিনেবাজ’ অ্যাপসে মুক্তির দিকে চেয়ে আছেন দর্শকরা। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
এদিকে আসন্ন ঈদ উপলক্ষে করোনার পরিস্থিতির মধ্যেও চলচ্চিত্র ‘অন্তরাত্মা’ নির্মাণ করলেও মুক্তির সময় নানা বাহানা করতে দেখা গেছে এই প্রযোজককে। তবে শেষ পর্যন্ত মুক্তি দিবেন না বলেও ঘোষণা দেন তিনি। তবে একটি বিশ্বস্থসূত্র জানায়, ‘এ সপ্তাহে চলচ্চিত্র ঈদে মুক্তি উপলক্ষে সেন্সর পাঠানো হয়েছে। তারা হয়তো সুযোগ বুঝে চলচ্চিত্রটি মুক্তি দিতেও পারে। তবে তারা চালাকি করে চলচ্চিত্রটি মুক্তি দিলে চরম ভুল করবে বলে সূত্রটি জানান।’
সিনেমাটির প্রযোজক সোহানী হোসেন জানান, ‘তিনি ব্যবসা করার জন্য সিনেমা বানান না। সমাজ এবং মানুষের কল্যাণেই তিনি চলচ্চিত্র নির্মাণ করেন, তিনি সবার মাঝে মেসেজ পৌঁছে দিতে চান চলচ্চিত্রের মাধ্যমে।’
তিনি আরও জানান, ‘দেশের করোনা-পরিস্থিতির জন্য ঈদে সিনেমাটি আসছে না। তিনি এটাও বিশ্বাস করেন যখনই সিনেমাটি মুক্তি পাবে, তার ভক্তরা তখনই এই চলচ্চিত্রটি দেখবে বলে জানান।’
ঈদের আরেক ছবি কপ ক্রিয়েশন প্রযোজিত বহুল আলোচিত পুলিশ অ্যাকশন সাসপেন্স থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রটির প্রথম পর্ব এবারের ঈদে মুক্তি পাবে কি না, এ প্রসঙ্গে সিনেমার অন্যতম পরিচালক, প্রযোজক ও লেখক সানী সানোয়ার জানান, ‘বর্তমানে করোনা পরিস্থিতি ভহবহতা আকার ধারণ করেছে। সেক্ষেত্রে আগে বেঁচে থাকাটা জরুরী। তবে চলচ্চিত্রটি এই ঈদে মুক্তি দিচ্ছেন না বলে সাফ সাফ জানিয়ে দেন।’
ঈদের আরেক ছবি সিয়াম আহমেদ অভিনীত ‘শান’-এরও এবারের ঈদে মুক্তির সম্ভাবনা আধাআধি। চলচ্চিত্রটির হেড অব প্রজেক্ট আজাদ খান জানান, ‘ঈদের ১০ দিন আগে করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলে চলচ্চিত্রটির মুক্তি কথা ভাবছিলাম। সরকার যেহেতু আগামী ১৬ মে পর্যন্ত লক-ডাউন নির্ধারণ করেছেন সেক্ষেত্র এই ঈদে চলচ্চিত্রটি মুক্তি কথা কোনভাবেই চিন্তা করছি না। আমাদের কাছে মানুষের জীবন আগে।’
তবে এই ঈদে চলচ্চিত্রের মুক্তির পক্ষে জোরালো দাবি জানিয়েছেন হল মালিকেরা। করোনা মহামারির কারণে গত বছরের ঈদেও দেশে কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। সে কারণে এবারের ঈদে প্রেক্ষাগৃহ চালু করে ব্যবসা করতে চাইছেন মালিকেরা।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির একাধিক সাবেক ও বর্তমান এক নেতা জানিয়েছেন, ঈদের আগে সরকার বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে। সে জন্য তাঁরা চাইছেন, ঈদে নতুন চলচ্চিত্র আসুক। তাঁদের ব্যবসা সচল হোক। দুই বছর ধরে তাঁদের কোনো আয় নেই। এমন অবস্থা হলে দেশে চলচ্চিত্র প্রেক্ষাগৃহ নামে কিছু থাকবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। কারণ, বছরের দুই ঈদই দেশের চলচ্চিত্র প্রেক্ষাগৃহগুলো সচল রাখে।
ভয়েসটিভি/এএস
সর্বশেষ সংবাদ