উৎক্ষেপনের পরপরই উত্তর কোরিয়ার মিসাইল বিধ্বস্ত


গত কয়েক সপ্তাহ ধরে মিসাইল পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। ১৬ মার্চ বুধবারও একটি মিসাইলের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। কিন্তু ওড়ার পরপরই বিধ্বস্ত হয় মিসাইলটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
সন্দেহভাজন ওই মিসাইলটি রাজধানী পিয়ংইয়ংয়ের বাইরে একটি এয়ারফিল্ড থেকে উৎক্ষেপণ করা হয়। এর আগেও সেখান থেকে বেশ কিছু মিসাইল উৎক্ষেপণ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র জানিয়েছিল এখান থেকেই ছোড়া হয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম)।
সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়া আজ সাড়ে ৯টার দিকে সুনান এলাকা থেকে একটি অজানা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে উৎক্ষেপণের পরপরই এটি ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনকে নিউজ জানিয়েছে, বড় একটি উড়োজাহাজ ওড়ার মতো শব্দ শোনা গেছে পিয়ংইয়ং থেকে। এরপরই ‘বিধ্বস্ত’ হওয়ার শব্দ পাওয়া যায়। তারা আরও জানায়, রাজধানী আকাশের ওপরে ধোঁয়ার একটি লাল আভা দেখা যায়।
এনকে নিউজকে কার্নেগি এনডাউমেন্টের ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো অঙ্কিত পান্ডা বলেছেন, এই দৃশ্যটি একটি ‘বিপর্যয়কর ব্যর্থতার’ নির্দেশ করে। তিনি বলেন, ‘লাল-কমলা ধোঁয়া’ তরল জ্বালানির সঙ্গে সম্পর্কিত, এটিএমন কিছু যা মানুষের জন্য ‘খুব বিষাক্ত’।
প্রসঙ্গত, চলতি বছর এ পর্যন্ত ৯টি মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। এসময় একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলও ছোড়া হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া।
ভয়েস টিভি/এসএফ
সন্দেহভাজন ওই মিসাইলটি রাজধানী পিয়ংইয়ংয়ের বাইরে একটি এয়ারফিল্ড থেকে উৎক্ষেপণ করা হয়। এর আগেও সেখান থেকে বেশ কিছু মিসাইল উৎক্ষেপণ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র জানিয়েছিল এখান থেকেই ছোড়া হয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম)।
সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়া আজ সাড়ে ৯টার দিকে সুনান এলাকা থেকে একটি অজানা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে উৎক্ষেপণের পরপরই এটি ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনকে নিউজ জানিয়েছে, বড় একটি উড়োজাহাজ ওড়ার মতো শব্দ শোনা গেছে পিয়ংইয়ং থেকে। এরপরই ‘বিধ্বস্ত’ হওয়ার শব্দ পাওয়া যায়। তারা আরও জানায়, রাজধানী আকাশের ওপরে ধোঁয়ার একটি লাল আভা দেখা যায়।
এনকে নিউজকে কার্নেগি এনডাউমেন্টের ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো অঙ্কিত পান্ডা বলেছেন, এই দৃশ্যটি একটি ‘বিপর্যয়কর ব্যর্থতার’ নির্দেশ করে। তিনি বলেন, ‘লাল-কমলা ধোঁয়া’ তরল জ্বালানির সঙ্গে সম্পর্কিত, এটিএমন কিছু যা মানুষের জন্য ‘খুব বিষাক্ত’।
প্রসঙ্গত, চলতি বছর এ পর্যন্ত ৯টি মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। এসময় একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলও ছোড়া হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ