Printed on Fri Oct 15 2021 8:25:54 PM

বিয়ে করছেন ‘ওগো বধূ সুন্দরী’ খ্যাত অভিনেত্রী ঋতাভরী

বিনোদন ডেস্ক
বিনোদন
ঋতাভরী
ঋতাভরী
টালিউডের হালের ক্রেজ ঋতাভরী চক্রবর্তী বিয়ে করছেন বলে স্বীকার করেছেন। আগামী ডিসেম্বরে এই অভিনেত্রীর বাগদান হওয়ার যে খবরটি এসেছিল তা সত্য ছিল জানালেন তিনি।

ওই খবরে বলা হয়েছিল, ডিসেম্বরেই বাগদান। এরপর ২০২২ সালে বিয়ে করবেন ঋতাভরী চক্রবর্তী।

তবে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটমেন্টে ‘ওগো বধূ সুন্দরী’ খ্যাত সিরিয়ালের অভিনেত্রী জানিয়েছিলেন, দুটো সার্জেরির পর সেরে ওঠার চেষ্টা করছেন। এই অবস্থায় তার বিয়ের মিথ্যা খবর নিয়ে যেন কোনো মিডিয়া হাউজ স্টোরি না করে বা তাকে ফোন না করে।

এবার অবশ্য ঋতাভরী জানালেন, তার বিয়ে নিয়ে আলোচনা বন্ধ করতেই সোশ্যাল মিডিয়ায় ‘বিয়ে করছি না’ স্টেটমেন্ট দিয়েছিলেন।

একই সঙ্গে খবরটা ঠিকই ছিল বলে জানান তিনি। আগামী ডিসেম্বরে বাগদান করবেন ঋতাভরী। এরপর চিকিৎসক বন্ধু তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে একই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ২০২২-২৩ সালে জাঁকজমকভাবেই বিয়ে করার ইচ্ছে রয়েছে জানালেন ঋতাভরী।

অভিনেত্রীর ভাষ্য, দুটো সার্জারির পর যখন শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তখনই পাশে পান তথাগতকে। তার সঙ্গে মিশে মনে হয়েছিল এই মানুষটাকে নির্ভর করতে পারেন।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/54131
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ