Printed on Wed May 25 2022 3:22:57 AM

এক নৌকায় সারাদিন মোশাররফ-পার্নো মিত্র

অনলাইন ডেস্ক
বিনোদন
পার্নো
পার্নো
দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত নতুন সিনেমা বিলডাকিনি। জানুয়ারির প্রথম থেকে সিনেমার শুটিং চলছে নওগাঁয়। ১২ জানুয়ারি থেকে সেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন মোশাররফ করিম। ১৮ জানুয়ারি মঙ্গলবার দুপুর থেকে সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন ভারতীয় অভিনেত্রী পার্নো মিত্র।

সিনেমাটি নির্মাণ করছেন ফজলুল কবীর তুহিন। ১৯ জানুয়ারি বুধবার তিনি ড়ণমাধ্যমকে বলেন, ‘আজ (বুধবার) সারাদিন আমরা নওগাঁর আত্রাই নদীতে শুটিং করছি। আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসর রবীন্দ্র কাচারি বাড়িতেও হবে শুটিং। ২৫ জানুয়ারি পর্যন্ত আমরা এখানেই থাকব।’

সিনেমার লোকেশন হিসেবে নওগাঁকে বেছে নেয়ার কারণ জানতে চাইলে পরিচালক বলেন, ‘গল্পের সঙ্গে আত্রাই নদী ও পতিসর কাচারি বাড়ির মিল রয়েছে; তাই এখানে শুটিং করছি। আমাদের প্রায় ৭০ ভাগ শুটিং শেষ।’

অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘নওগাঁ চমৎকার একটি জেলা। এ জেলার প্রকৃতি, নদী, মানুষ, খাবার সব কিছুই অসাধারণ। শুটিংয়ের এই কয়েক দিনেই সবকিছু অনেক আপন মনে হয়েছে। খুব ভালো লাগছে। সময়গুলো খুব উপভোগ করছি।’

নূরুদ্দিন জাহাঙ্গীরের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। অন্ধকারাচ্ছন্ন এক জনপদের গল্প এটি।

এক নারীকে ধর্ষণ এবং তার সন্তানসম্ভবা হয়ে পড়া নিয়ে এগিয়ে যাবে সিনেমাটির গল্প। শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণের গল্প বিলডাকিনি।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/63901
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ