এবারের বিপিএলে ব্যাটে-বলে সেরা হলেন যারা


রুদ্ধশ্বাস লড়াই দিয়ে পর্দা নামলো এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার রোমাঞ্চ ছড়ানো ম্যাচে সাকিব আল হাসানের বরিশালকে ১ রানে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট গেছে কুমিল্লার ঘরে।
করোনাকালের এই কঠিন সময়ে ম্যানেজড ইভেন্ট ইনভাইরোমেন্ট (এমইই) প্রটোকলে ৩ ভেন্যুতে মোট ৩৪ ম্যাচের বিপিএল অনুষ্ঠিত হয়েছে। ব্যাট হাতে আলো ঝলমলে ইনিংস খেলেছেন অনেকে।
বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন বোলাররা।
এক নজরে দেখে নেওয়া যাক, মারকাটারি ফরম্যাটের ঘরোয়া এই আসরে সেরার তালিকায় আছেন কারা।
বিপিএলের সেরা পাঁচ ব্যাটসম্যান:
ব্যাটসম্যান দল রান সেরা
উইল জ্যাকস চট্টগ্রাম ৪১৪ ৯২*
আন্দ্রে ফ্লেচার খুলনা ৪১০ ১০১*
তামিম ইকবাল ঢাকা ৪০৭ ১১১*
কলিন ইনগ্রাম সিলেট ৩৩৩ ৯০
ফাফ ডু প্লেসি কুমিল্লা ২৯৫ ১০১
বিপিএলের সেরা পাঁচ বোলার:
বোলার দল উইকেট সেরা
মুস্তাফিজুর রহমান কুমিল্লা ১৯ ৫/২৭
ডোয়াইন ব্রাভো বরিশাল ১৮ ৩/৩০
সাকিব আল হাসান বরিশাল ১৬ ৩/২৩
তানভীর ইসলাম কুমিল্লা ১৬ ২/১৯
মৃত্যুঞ্জয় চৌধুরী চট্টগ্রাম ১৫ ৪/১২
করোনাকালের এই কঠিন সময়ে ম্যানেজড ইভেন্ট ইনভাইরোমেন্ট (এমইই) প্রটোকলে ৩ ভেন্যুতে মোট ৩৪ ম্যাচের বিপিএল অনুষ্ঠিত হয়েছে। ব্যাট হাতে আলো ঝলমলে ইনিংস খেলেছেন অনেকে।
বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন বোলাররা।
এক নজরে দেখে নেওয়া যাক, মারকাটারি ফরম্যাটের ঘরোয়া এই আসরে সেরার তালিকায় আছেন কারা।
বিপিএলের সেরা পাঁচ ব্যাটসম্যান:
ব্যাটসম্যান দল রান সেরা
উইল জ্যাকস চট্টগ্রাম ৪১৪ ৯২*
আন্দ্রে ফ্লেচার খুলনা ৪১০ ১০১*
তামিম ইকবাল ঢাকা ৪০৭ ১১১*
কলিন ইনগ্রাম সিলেট ৩৩৩ ৯০
ফাফ ডু প্লেসি কুমিল্লা ২৯৫ ১০১
বিপিএলের সেরা পাঁচ বোলার:
বোলার দল উইকেট সেরা
মুস্তাফিজুর রহমান কুমিল্লা ১৯ ৫/২৭
ডোয়াইন ব্রাভো বরিশাল ১৮ ৩/৩০
সাকিব আল হাসান বরিশাল ১৬ ৩/২৩
তানভীর ইসলাম কুমিল্লা ১৬ ২/১৯
মৃত্যুঞ্জয় চৌধুরী চট্টগ্রাম ১৫ ৪/১২
সর্বশেষ সংবাদ