এবার আইপিএলে দল কিনবেন রণবীর-দীপিকা


আগামী মৌসুমে আইপিএলে নতুন দল কিনছেন বলিউডের সুপারস্টার দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোন।
বলিউড তারকাদের আইপিএল প্রীতি নতুন কিছু নয়। ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কিনে নেন শাহরুখ খান। তার সঙ্গে আছেন বলিউড নায়িকা জুহি চাওলা।
পাঞ্জাব কিংসেরও অন্যতম কর্ণধার বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। রাজস্থান রয়্যালসের মালিকানায় জড়িয়ে ছিল শিল্পা শেঠির নাম। এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে রণবীর ও দীপিকা।
ভারতীয় সংবাদ মাধ্যম ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, আগামী ২৫ অক্টোবর দুবাইয়ে ফ্র্যাঞ্চাইজি কেনার নিলামে অংশ নিতে পারেন রণবীর-দীপিকা জুটি।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ