এবার তোরা মানুষ হ সিনেমার লাইভ শুটিংয়ের দৃশ্য (ভিডিও)


দেশের বিভিন্ন লোকেশনে চলছে ওটিটি ফ্ল্যাটফর্ম সিনেবাজের প্রযোজনায় 'এবার তোরা মানুষ হ' সিনেমার শুটিং। দুই বাংলার জনপ্রিয় পরিচালক শামিম আহমেদ রনির পরিচালনায় এতে অভিনয় করছেন ইয়ামিন হক ববি, জিয়াউল রোশান, মিশা সওদাগর, শিবা শানু, আমীন সরকার, কমল পাটেকর, রায়হান মজিদ, জাদু আজাদ, শারমিনসহ আরও অনেকে।
ইতোমধ্যে সিনেমার শুটিং অনেকটাই শেষ করেছেন গুণী এই পরিচালক-
এই সিনেমায় ইয়ামিন হক ববি'র সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করছেন ড্যান্স শিল্পীরা- কাজ করতে গিয়ে জানান তাদের নানান অভিজ্ঞতার কথা।
বড়লোকের বখে যাওয়া সন্তানের নানান ধরণের বাজে সব অভ্যেস এবং শেষে আইনি প্রক্রিয়ায় দোষী বিবেচিত হওয়াসহ অনেক দারুণ গল্প নিয়ে তৈরি 'এবার তোরা মানুষ হ' সিনেমায় দর্শক দেখবেন সমাজের কালো কিছু অধ্যায়।
ইতোমধ্যে সিনেমার শুটিং অনেকটাই শেষ করেছেন গুণী এই পরিচালক-
এই সিনেমায় ইয়ামিন হক ববি'র সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করছেন ড্যান্স শিল্পীরা- কাজ করতে গিয়ে জানান তাদের নানান অভিজ্ঞতার কথা।
বড়লোকের বখে যাওয়া সন্তানের নানান ধরণের বাজে সব অভ্যেস এবং শেষে আইনি প্রক্রিয়ায় দোষী বিবেচিত হওয়াসহ অনেক দারুণ গল্প নিয়ে তৈরি 'এবার তোরা মানুষ হ' সিনেমায় দর্শক দেখবেন সমাজের কালো কিছু অধ্যায়।
সর্বশেষ সংবাদ