Printed on Wed Jan 19 2022 1:44:59 AM

বাসায় ফেরার অনুমতি পেলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পুরোপুরি সুস্থ। চাইলে যেকোনো সময় বাসায় ফিরে যেতে পারবেন বলে জানান মেডিকেল বোর্ড।

রোববার ১৯ ডিসেম্বর দুপুরে কাদেরের স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক শেষে এসব তথ্য জানায় তার চিকিৎসায় বিএসএমএমইউর গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ড।

বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বিভিন্ন টেস্টের রিপোর্ট আমাদের হাতে এসেছে। এই মুহূর্তে তার আর কোনো শারীরিক জটিলতা নেই। তিনি চাইলে যেকোনো সময় বাসায় ফিরে যেতে পারবেন।

তিনি আরও বলেন, ওবায়দুল কাদের তার ইচ্ছেমতো বাসায় যেতে পারেন, কিংবা তার দলীয় সিদ্ধান্তের বিষয়। আমাদের দিক থেকে আমরা তাকে বাসায় ফেরার অনুমতি দিয়েছি।

ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে গত মঙ্গলবার সকালে বিএসএমএমইউতে ভর্তি করানো হয় ওবায়দুল কাদেরকে। হাসপাতালের ৩১২ নম্বর ভিআইপি কেবিনে তার চিকিৎসা চলছে। এর আগে ২০১৯ সালের ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের।

ভয়েসটিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/61122
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ