Printed on Fri Oct 15 2021 8:41:18 PM

ওমানে ঘূর্ণিঝড় শাহিনের কবলে লক্ষ্মীপুরের ৩ প্রবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
ওমানে ঘূণিঝড়
ওমানে ঘূণিঝড়
ওমানে আঘাত হানে ঘূর্ণিঝড় শাহিন। এতে তিন বাংলাদেশির মৃত্যু হয়। নিহত তিনজনই লক্ষ্মীপুর জেলার পার্বতীনগর ইউনিয়নের। নিহতের একজন আমজাদ হোসেন হৃদয় অন্য দুজন হলেন-  শামছুল ইসলাম ও জিল্লাল। এরা দুজন সম্পর্কে চাচাতো ভাই।

৩০ বছর ধরে শামছুল ইসলাম ওমানে চাকরি করছিলেন। পরিবারে তার স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। জিল্লাল ১৫ বছর ওমানে রয়েছেন। তার পরিবারে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছেন। তাদের সাথে খেজুর বাগানে কাজ করতেন হৃদয়। ওমানে কাজ করছেন ৮ ধরে।

‘আমগো জীবন শ্যাষ, কোনোরকম সংসার চালাই। জায়গা-জমি বেচি ছেলেরে বিদাশ দিছি। আইজ ৮ বছর অইছে। অনও চালানও উডাইতে হারিনো (এখনও খরচ তুলতে পারিনি)। অন আর ছেলেই শ্যাষ। কেমনে সংসার চালামু, কেমনে কিরমু (কী করবো)। কান্না ছাড়া আঙ্গো (আমাদের) আর কোনো উপায় নাই। আঙ্গো সব শ্যাষ অই গেছে।’

ওমানে  ঘূর্ণিঝড়ে ছেলে আমজাদ হোসেন হৃদয়কে হারিয়ে এভাবেই হাহাকার করছিলেন আর শোকের কথাগুলো বলছিলেন বৃদ্ধ বাবা আবদুস শহিদ। হৃদয়ের মৃত্যুতে এখন তিনি দিশেহারা হয়ে যান।

নিহত হৃদয়, শামছুল ও জিল্লাল


হৃদয়ের স্বজনরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন, হৃদয়রা যেখানে থাকতেন ঘূর্ণিঝড়ের প্রভাবে সেখানে প্রচণ্ড বৃষ্টিপাতের পর অনেক এলাকা প্লাবিত হয়। একই সঙ্গে ঝড়ো বাতাসে সেখান প্রায় দশ মিটার উঁচু ঢেউ তৈরি হয়। এই পানির স্রোতে ভেসে যান হৃদয়সহ তিনজন। পরে স্থানীয়ভাবে খোঁজাখুঁজির পর তাদের ক্ষত-বিক্ষত লাশের সন্ধান পাওয়া যায়।
নিহত হৃদয়ের বাবা আবদুস শহিদ জানান, শামছুল ইসলাম ও জিল্লালের মরদেহ মঙ্গলবার সকালে ওমান পুলিশ উদ্ধার করে। বুধবার বিকেলে তার ছেলে হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ৫ জন নিহত

পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, নিহতরা তাদের পরিবারের উপার্জনের ভরসা ছিলেন। তাদের মৃত্যুর খবর আমাকে মর্মাহত করেছে। তাদের  মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। তাৎক্ষণিক তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুনুর রশিদ বলেন, পরিবার ও ইউপি চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি জেনেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নিহতদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে। নিহতদের পরিবারের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আর্থিক অনুদানের ব্যবস্থা করা হবে।

ভয়েস টিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/55231
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ