ওয়েলসকে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে ডেনমার্ক


টুর্নামেন্টের শুরুতেই ক্রিস্টিয়ান এরিকসেনকাণ্ডে ফুটবল ভক্তদের মন জয় করেছিল ডেনমার্ক। অসুস্থতার কারণে দলের প্রাণভোমরা না থাকলেও উজ্জীবিত ড্যানিশরা। শেষ ষোলোর ম্যাচেও নিজেদের মেলে ধরল দারুণভাবে। ফলে ওয়েলসের বিপক্ষে বড় জয় নিয়ে শেষ আট নিশ্চিত করেছে ডেনমার্ক।
গতকাল শনিবার রাতে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় শেষ ষোলোর ম্যাচে ওয়েলসকে ৪-০ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠল ডেনমার্ক। দলের হয়ে জোড়া গোল করেছেন ডলবার্গ। একটি করে করেছেন জোয়াখিম মেইল ও মার্টিন ব্র্যাথওয়েট।
ম্যাচটিতে বল দখল থেকে শুরু করে সবদিকে এগিয়ে ছিল ড্যানিশরা।
গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ২৭তম মিনিটে দলকে এগিয়ে নেন ডলবার্গ। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল পেয়ে একজনকে কাটিয়ে মিকেল পাস দেন ডলবার্গকে। পাস পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন তিনি।
৪৮তম মিনিটে প্রতিপক্ষের ভুলে দলকে দ্বিতীয়বার এগিয়ে নেন ডলবার্গ। পরের দুটি গোল আসে শেষ দিকে। প্রথমটি করেন মেইল ৮৮ মিনিটে। যোগ করা সময়ে আরও একটি গোল করেন ব্র্যাথওয়েট।
অবশ্য প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলেছিলেন। পরে ভিএআরে সিদ্ধান্ত পাল্টালে বড় জয় নিশ্চিত হয় ডেনমার্কের।
ভয়েস টিভি/আইএ
গতকাল শনিবার রাতে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় শেষ ষোলোর ম্যাচে ওয়েলসকে ৪-০ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠল ডেনমার্ক। দলের হয়ে জোড়া গোল করেছেন ডলবার্গ। একটি করে করেছেন জোয়াখিম মেইল ও মার্টিন ব্র্যাথওয়েট।
ম্যাচটিতে বল দখল থেকে শুরু করে সবদিকে এগিয়ে ছিল ড্যানিশরা।
গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ২৭তম মিনিটে দলকে এগিয়ে নেন ডলবার্গ। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল পেয়ে একজনকে কাটিয়ে মিকেল পাস দেন ডলবার্গকে। পাস পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন তিনি।
৪৮তম মিনিটে প্রতিপক্ষের ভুলে দলকে দ্বিতীয়বার এগিয়ে নেন ডলবার্গ। পরের দুটি গোল আসে শেষ দিকে। প্রথমটি করেন মেইল ৮৮ মিনিটে। যোগ করা সময়ে আরও একটি গোল করেন ব্র্যাথওয়েট।
অবশ্য প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলেছিলেন। পরে ভিএআরে সিদ্ধান্ত পাল্টালে বড় জয় নিশ্চিত হয় ডেনমার্কের।
ভয়েস টিভি/আইএ
সর্বশেষ সংবাদ