Printed on Thu Dec 09 2021 12:24:04 AM

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
সারাদেশ
ওড়না পেঁচিয়ে
ওড়না পেঁচিয়ে
শেরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে লাল সিঙ্গি বেগম (৫৫) নামে এক নরীর মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট বুধবার বিকেলে জেলার ঝিনাইগাতী সীমান্ত সড়কের দুধনই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাল সিঙ্গি বেগম শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের খারামোরা গ্রামের তৈয়ব আলীর স্ত্রী। নিহতের ছেলে সাইফুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান এ তথ্য জানান।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, লাল সিঙ্গি বেগম বুধবার বিকালে নিজ বাড়ি থেকে জামাই বাড়ি যাওয়ার পথে ভ্যানে দুধনই এলাকায় পৌঁছালে হঠাৎ তার শরীরে থাকা ওড়নার একটি অংশ ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ওড়নার আরেক পাশের অংশে ওই নারীর গলায় ফাঁস লাগে। এ সময় তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে ভ্যানের চালক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ভয়েস টিভি/শেরপুর প্রতিনিধ/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/10710
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ