প্রথমবারের মতো ওয়েব সিরিজে মাধুরী


তিন দশকের বেশি সময় বলিউড কাঁপিয়েছেন মাধুরী দীক্ষিত। তাঁর বাঁকা চাহনি, হাসিমুখ, অনবদ্য অভিনয় আর নাচের মুদ্রায় দর্শক হৃদয়ে ঝড় তুলেছেন। বড় পর্দা কাঁপানো মাধুরী এবার ওয়েব সিরিজে হাজির হয়েছেন।
২৫ ফেব্রুয়ারি শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মাধুরী অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’। এই সিরিজের পরিচালক বিজয় নাম্বিয়ার। প্রযোজক করণ জোহর।
সিরিজে মাধুরী অভিনয় করেছেন একজন চলচ্চিত্র তারকার চরিত্রে। গ্ল্যামার দুনিয়ার দর্শকদের কাছে পারফেক্ট জীবন অনামিকা আনন্দের। নাম, প্রতিপত্তি, অর্থ-সবই রয়েছে তাঁর। কিন্তু গ্ল্যামারের এই ছটার নেপথ্যে তারকার জীবন কেমন? কী রহস্য লুকিয়ে রয়েছে তাঁর সম্পর্কের জটিল আবর্তে? এসব নিয়েই তৈরি ‘দ্য ফেম গেম’।
সিনেমায় মাধুরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর। নব্বইয়ের দশকের জনপ্রিয় এ জুটিকে দর্শক আবারও একবার দেখতে পাবেন সিরিজে।
আরও পড়ুন: এই ছোট্ট মেয়েটি এখন বলিউড কাঁপানো নায়িকা
মাধুরী বলেন, ‘বাস্তবে আমার জীবন মোটেই অনামিকার মতো নয়। পরিবারের সঙ্গে আমার সম্পর্ক অনেক মজবুত। পাশাপাশি আমি ভাগ্যবান যে আমি সেরা পরিচালক ও অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। একজন সুপারস্টারের জীবন ক্যামেরার সামনে যতটা গ্ল্যামারাস আর সুখময় দেখায়, বাস্তবে কিন্তু ঠিক তার উল্টো। এই কাহিনিই তুলে ধরবে অনামিকা চরিত্রটি।’
ভয়েসটিভি/আরকে