রান্নার কড়াইকে নৌকা বাহন করে বিয়ের আসরে বর-কনে


কথায় বলে ‘ইচ্ছে থাকলে উপায় হয়’। রান্নার কড়াইকে নৌকা বাহন করে বিয়ের মণ্ডপে যাওয়াও সম্ভব। এমন কাণ্ডই করেছেন ভারতের কেরালের এক যুগল। এমন একটি ভিডিও ভাইরালও হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে।
কেরালার আলাপ্পুজা জেলায় আকাশ ও ঐশ্বর্যের করোনা পরিস্থিতিতেই বিয়ে ঠিক হয়। অনুষ্ঠানে খুব বেশি লোকজনকে নিমন্ত্রণ করা হয়নি। গতকাল সোমবার সকালে তাদের বিয়ের লগ্ন ছিল। এদিকে গত কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত কেরালার বিভিন্ন এলাকা। আকাশ-ঐশ্বর্যের বিয়ের মণ্ডপে পানি না উঠলেও সেখানে যাওয়ার রাস্তা পুরোটাই পানিতে তলিয়ে গেছে।
কী করা যায়? এমন চিন্তা থেকেই দুই পরিবার সময়মতো বিয়ে সারাতে এক অভিনব পদ্ধতি। কেউ একজন রান্নার বিশাল কড়াইকে নৌকায় রূপান্তরিত করার বুদ্ধি দেন। যেমনি ভাবা, তেমনি কাজ। ঐশ্বর্যকে নিয়ে রান্নার কড়াইয়ে চড়ে বসেন তিনি। যখন তারা মণ্ডপের দিকে যাচ্ছিলেন, তখনই কেউ ভিডিও তোলেন। ক্যামেরাপারসনের দিকে তাকিয়ে আবার অভিবাদনও জানান আকাশ।
কড়াই বাহনে চড়ে নির্দিষ্ট সময়েই বিয়ের মণ্ডপে পৌঁছে যান যুগল। রীতি মেনে বিয়ে সারেন তারা। জানা গেছে স্থানীয় হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন ঐশ্বর্য ও আকাশ। জানান, দু’দিন আগেও এই রাস্তায় পানি ছিল না। আচমকা বৃষ্টিতে সবকিছু ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে বিয়ে সম্পন্ন হলো তাদের। এতেই খুশি নবদম্পতি।
ভয়েস টিভি/এমএম
কেরালার আলাপ্পুজা জেলায় আকাশ ও ঐশ্বর্যের করোনা পরিস্থিতিতেই বিয়ে ঠিক হয়। অনুষ্ঠানে খুব বেশি লোকজনকে নিমন্ত্রণ করা হয়নি। গতকাল সোমবার সকালে তাদের বিয়ের লগ্ন ছিল। এদিকে গত কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত কেরালার বিভিন্ন এলাকা। আকাশ-ঐশ্বর্যের বিয়ের মণ্ডপে পানি না উঠলেও সেখানে যাওয়ার রাস্তা পুরোটাই পানিতে তলিয়ে গেছে।
কী করা যায়? এমন চিন্তা থেকেই দুই পরিবার সময়মতো বিয়ে সারাতে এক অভিনব পদ্ধতি। কেউ একজন রান্নার বিশাল কড়াইকে নৌকায় রূপান্তরিত করার বুদ্ধি দেন। যেমনি ভাবা, তেমনি কাজ। ঐশ্বর্যকে নিয়ে রান্নার কড়াইয়ে চড়ে বসেন তিনি। যখন তারা মণ্ডপের দিকে যাচ্ছিলেন, তখনই কেউ ভিডিও তোলেন। ক্যামেরাপারসনের দিকে তাকিয়ে আবার অভিবাদনও জানান আকাশ।
কড়াই বাহনে চড়ে নির্দিষ্ট সময়েই বিয়ের মণ্ডপে পৌঁছে যান যুগল। রীতি মেনে বিয়ে সারেন তারা। জানা গেছে স্থানীয় হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন ঐশ্বর্য ও আকাশ। জানান, দু’দিন আগেও এই রাস্তায় পানি ছিল না। আচমকা বৃষ্টিতে সবকিছু ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে বিয়ে সম্পন্ন হলো তাদের। এতেই খুশি নবদম্পতি।
ভয়েস টিভি/এমএম
সর্বশেষ সংবাদ