Printed on Thu Dec 02 2021 3:21:44 PM

করোনায় আরও ৫০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
চিকিৎসাভিডিও সংবাদ
নমুনা পরীক্ষা
নমুনা পরীক্ষা
ঢাকা : গত একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৮০১ জনে। আর ১২ হাজার ৩৯৮ জনের নমুনা পরীক্ষা করে গত একদিনে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই হাজার ৮৫৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৬ হাজার ১১০ জনে।

২৩ জুলাই বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২০৮ জন।

করোনা মহামারি বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। গেল বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৫৩ লাখ ২২১ জন। মৃতের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ৫৩৭ জন। ৯৩ লাখ ৬৭ হাজার ৪৬৩ জন রোগী সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/8685
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ