Printed on Thu Oct 21 2021 12:40:40 PM

করোনায় নতুন আক্রান্ত ১১৬২; মারা গেছে ১৯ জন

চিকিৎসা
নতুন আক্রান্ত
নতুন আক্রান্ত
ভয়েস রিপোর্ট: দেশে গেলো ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮২২ জন। এ সময় মারা গেছে আরও ১৯ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬৯ জনে।
বুধবার দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় সুস্থ ২১৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩ হাজার ৩৬১ জন। আর নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ৮৬২টি, পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯০০টির।
এদিকে মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ৭ জন নারী। এর মধ্যে ঢাকা শহরে ১৩ জন, নারায়ণগঞ্জে একজন, মুন্সীগঞ্জে একজন, খুলনা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে তিন জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে একটি মেয়ে শিশু, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন রয়েছেন।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৫০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছে ৩ হাজার ৪৩৫ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছে ৭৬ জন, এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৩৩২ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৫৫৮ জনকে। এখন পর্যন্ত মোট ২ লাখ ২৭ হাজার ৬৪২ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছে ২ হাজার ৬৬২ জন এবং এখন পর্যন্ত মোট ছাড় পেয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৬১ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৪৫ হাজার ২২১ জন।’
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/4004
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ