Printed on Sun Dec 05 2021 11:59:29 AM

দেশে করোনা শনাক্ত ২৫ হাজার ছাড়াল: মৃত্যু ৩৭০

জাতীয়
করোনায় মারা
করোনায় মারা
ভয়েস রিপোর্ট: প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে দেশে শনাক্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার নতুন করে এক হাজার ২৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এর ফলে দেশে এখন মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ১২১ জনে।


দেশে মাত্র একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ১২৫১ জন। আর মৃত্যু হয়েছে আরো ২১ জনের। এ নিয়ে মোট মৃত্যু ৩৭০। মোট আক্রান্ত শনাক্ত ২৫ হাজার ১২১ জন।
মঙ্গলবার দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৯১টি। নমুনা পরীক্ষা করা হয়েছে আট হাজার ৪৪৯ জন। এদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০৮ জন।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, ৪২টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল নয় হাজার ৯১টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৪৪৯টি। এখন পর্যন্ত এক লাখ ৯৩ হাজার ৬৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে এক হাজার ২৫১ জন। এখন পর্যন্ত মোট ২৫ হাজার ১২১ জন শনাক্ত হয়েছে।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/4375
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ