Printed on Wed Feb 01 2023 4:32:00 PM

বিশ্বে করোনায় মৃত্যুতে এগিয়ে ব্রাজিল সংক্রমণে ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক
বিশ্ব
করোনায় মৃত্যুতে
করোনায় মৃত্যুতে
করোনা সংক্রমণে বিশ্বের দেশগুলোর মধ্যে সংক্রমণের দিক থেকে বর্তমানে প্রথম স্থানে আছে ভারত; অন্যদিকে এ রোগে মৃত্যুর তালিকায় এখনো এগিয়ে আছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। করোনার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।

এর আগে করোনায় সংক্রমণ ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্রাজিল, ভারতের অবস্থান ছিল তৃতীয়। সোমবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, গত বছর করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভারতে এই রোগে আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৬৪ জন, ব্রাজিলে এই সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩। ব্রাজিলের চেয়ে ভারতে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৮২১ বেশি।

অন্যদিকে এ রোগে , ব্রাজিলে এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৫৩ হাজার ২৯৩ জন, ভারতে মারা গেছেন ১ লাখ ৭০ হাজার ২০৯ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বের দেশগুলোর মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যুও হয়েছে ব্রাজিলে। ওয়ার্ল্ডোমিটার বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ৮২৪ জন।
তবে করোনায় সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এখনও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৫৯১ এবং এখন পর্যন্ত এ রোগে সেখানে মারা গেছেন ৫ লাখ ৭৫ হাজার ৮২৯ জন।

ভয়েস টিভি/ডি
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/41564
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ