Printed on Mon Oct 18 2021 5:30:44 PM

করোনায় মৃত্যু সংখ্যা দুইশ' ছাড়ালো; শনাক্ত ১৩ হাজার

জাতীয়
করোনায় মৃত্যু
করোনায় মৃত্যু

ভয়েস রিপোর্ট:  সারাদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দুইশো ছাড়ালো। এরমধ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০৬ জন। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৭০ ৯ জন। এ নিয়ে করোনা শনাক্ত হলেন মোট ১৩ হাজার ১৩৪ জন।

শুক্রবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় তিনি বলেন, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হলো দুই হাজার ১০ ১ জন।

ব্রিফিং এ এই কর্মকর্তা জানান, মারা যাওয়া সাত জনের মধ্যে পাঁচ জন পুরুষ ও দু’জন নারী। এরমধ্যে একজনের বয়স ৯০ বছরের বেশি, দু'জনের ৭১-৮০ বছরের মধ্যে, দু’জনের ৬১-৭০ বছরের মধ্যে এবং ৫১-৬০ বছরের মধ্যে আছে দু’জন।

এছাড়া এই ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৯ শো ৪১টি।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/3718
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ