Printed on Fri Oct 15 2021 9:26:46 PM

করোনায় ২৪ ঘণ্টায় ২৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
২৪ ঘণ্টায় ২৩
২৪ ঘণ্টায় ২৩
করোনা আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫১০ জনে।

একই সময়ে ২৬ হাজার ৫৬৯টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয় ৮৬০ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জন।

৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক ৯৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৭৯ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ২৩ জনের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন, ষাটোর্ধ্ব আটজন এবং সত্তরোর্ধ্ব চারজন রয়েছেন।

বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রামে সাতজন, বরিশাল একজন, সিলেটে চারজন, রংপুরে একজন এবং ময়মনসিংহ বিভাগে চারজনের মৃত্যু হয়।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/54633
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ