Printed on Thu Dec 09 2021 1:16:15 AM

করোনায় আরও ৪৬ জনের মৃত্যু, শনাক্ত ৩২০০

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
করোনায়
করোনায়
ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে দেশে গত একদিনে নতুন করে মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে আরও ৪৬জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছ ৩ হাজার ৭৪০ জনে। আর শনাক্ত হয়েছে ৩ হাজার ২শ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন।

১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৪ ঘন্টার মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৩৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন। ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১১ জন নারী।

এর একদিন আগে গতকাল সোমবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয় ২ হাজার ৫৯৫ জন। আর আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৭জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ১৮ আগস্ট মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৪৪০ জনের এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৪৪৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৮৬৫ জন।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/10467
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ