Printed on Sat Sep 25 2021 10:22:07 AM

ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে আরও ২৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
করোনা ইউনিটে
করোনা ইউনিটে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তারা মারা যান। মৃতদের ১০ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন ১৪ আগস্ট শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ।

করোনা পজিটিভ হয়ে মারা যাওয়া ১০ ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের সুফিয়া (৪৫), খোদেজা (৫৫), মরজিনা (৬৫), খাদিজা আক্তার (৭০), মুক্তাগাছার রিয়াজুল ইসলাম (৪৫), আব্দুল মালেক (৫৫), তারাকান্দার কোহিনুর (৬৫), হালুয়াঘাটের মতিন (৭০), নেত্রকোনার খলিন্দ্র চন্দ্র (৮০) ও শেরপুরের নালিতাবাড়ির আবু সালেহ (৭০)।

আর করোনা উপসর্গ নিয়ে যারা মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের ফারুক (৩৬), গোলাম কিবরিয়া (৬৫), রোজী আক্তার (৫২), রাজ্জাক (৭০), আসিরন (৬০), রাবেয়া (৭০),  ঈশ্বরগঞ্জের সাকিনা (৫৫), শেরপুরের মোজাম্মেল (৬৫), নেত্রকোনার হাজেরা (৬৫), মনজুরুল (৬৫), আহমেদ (৫৬), টাঙ্গাইলের আব্দুল গফুর (৭৫) ও জামালপুরের বিল্লাল হোসেন (৬০)।

ডা. মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৯৯ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ৬০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১৫৮ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। মোট করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৯ হাজার ১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৫ জন। জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন : ময়মনসিংহ মেডিকেলে একদিনে ১৯ জনের মৃত্যু

ভয়েস টিভি/ এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/50976
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ