এক সপ্তাহে বেড়েছে এক লাখ করোনা রোগী


করোনার নতুন ধরণ ওমিক্রন বাতাসের গতিতে ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, গেলো সাত দিনে দেশে এক লাখ রোগী বেড়েছে।
জানা গেছে, গেলো ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৪১ জন। তাদের নিয়ে দেশে করোনা শনাক্ত রোগী ১৮ লাখ ছাড়ালো।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনায় তিন জন রোগী শনাক্ত হয়েছিল বলে জানিয়েছিল রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ১০ দিন পর প্রথম মৃত্যুর কথাও জানা যায়।
আরও পড়ুন: ‘ইউরোপের অর্ধেক মানুষ ওমিক্রনে আক্রান্ত হবে’
এরপর প্রায় দুই বছর ধরে চলা এ মহামারির সংক্রমণচিত্রে ঊর্ধ্বগতি-নিম্নমুখী চিত্র দেখেছে দেশ। বেশি খারাপ অবস্থা দেখা গেছে গত বছরের জুন, জুলাই ও আগস্টে। ডেল্টার তাণ্ডবে সেসময়ে দেশ একদিনে সর্বোচ্চ রোগী আর সর্বোচ্চ মৃত্যু দেখেছে।
বছর শেষে নতুন ত্রাসের জন্ম দেয় ওমিক্রন। ডেল্টার তুলনায় পাঁচ-ছয় গুণ বেশি সংক্রমণক্ষমতা নিয়ে ওমিক্রন ছড়াতে থাকে বিদ্যুৎগতিতে। চলতি বছরের মধ্য জানুয়ারি থেকে সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী।
১২ জানুয়ারি সরকারি হিসাবে শনাক্ত রোগী ১৬ লাখ ছাড়ায়, এর ১৩ দিন পর ২৫ জানুয়ারি ছাড়িয়ে যায় ১৭ লাখ। এর ঠিক সাতদিন পর ১ ফেব্রুয়ারিতে রোগী ছাড়ালো ১৮ লাখ।
ভয়েসটিভি/আরকে