কলকাতার নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার


গত বছর আইপিএলের টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে ব্যর্থ ছিলেন দায়িত্ব পালন করা ইয়ান মরগান। যদিও কলকাতা নাইট রাইডার্স ফাইনালে উঠেছিল।
নিজের পারফরম্যান্স নিয়ে সমালোচিতও হয়েছিলেন মরগান।এবারের আসরে মরগানকে দলেই রাখেনি কলকাতা নাইট রাইডার্স।
নতুন আসরকে সামনে রেখে দলটি খুঁজে নিয়েছে নতুন অধিনায়ক।
নিলামে মোটা অঙ্কে কেনা শ্রেয়াস আইয়ারকেই অধিনায়ক নির্বাচিত করেছে কলকাতার দলটি।
মেগা নিলাম ১২ কোটি ২৫ লাখ রুপিতে শ্রেয়াসকে দলে ভিড়ায় কলকাতা। শ্রেয়াসই নিলামে কেনা কলকাতার সবচেয়ে দামি খেলোয়াড়।
এ ছাড়া দলটিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ও এখন তিনি।
এবার নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়াসের নাম ঘোষণা করল কলকাতা। মরগানের স্থলাভিষিক্ত হলেন তিনি। নিলামের আগেই এবার মরগানকে ছেড়ে দেয় কলকাতা।
এ ছাড়া নিলামে নতুন কোন দলও পাননি ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক।
দায়িত্ব পাওয়ার পর শ্রেয়াস বলেন, ‘নাইট রাইডার্সের মতো একটি দলকে নেতৃত্ব দিবো। এতে আমি খুবই সম্মানিত বোধ করছি।
দলটিকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি।’
ভয়েস টিভি/আইএ
নিজের পারফরম্যান্স নিয়ে সমালোচিতও হয়েছিলেন মরগান।এবারের আসরে মরগানকে দলেই রাখেনি কলকাতা নাইট রাইডার্স।
নতুন আসরকে সামনে রেখে দলটি খুঁজে নিয়েছে নতুন অধিনায়ক।
নিলামে মোটা অঙ্কে কেনা শ্রেয়াস আইয়ারকেই অধিনায়ক নির্বাচিত করেছে কলকাতার দলটি।
মেগা নিলাম ১২ কোটি ২৫ লাখ রুপিতে শ্রেয়াসকে দলে ভিড়ায় কলকাতা। শ্রেয়াসই নিলামে কেনা কলকাতার সবচেয়ে দামি খেলোয়াড়।
এ ছাড়া দলটিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ও এখন তিনি।
এবার নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়াসের নাম ঘোষণা করল কলকাতা। মরগানের স্থলাভিষিক্ত হলেন তিনি। নিলামের আগেই এবার মরগানকে ছেড়ে দেয় কলকাতা।
এ ছাড়া নিলামে নতুন কোন দলও পাননি ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক।
দায়িত্ব পাওয়ার পর শ্রেয়াস বলেন, ‘নাইট রাইডার্সের মতো একটি দলকে নেতৃত্ব দিবো। এতে আমি খুবই সম্মানিত বোধ করছি।
দলটিকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি।’
ভয়েস টিভি/আইএ
সর্বশেষ সংবাদ